গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন হাজারের বেশি , স্বস্তির বার্তা স্বাস্থ্য মন্ত্রকের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা সংক্রমণে স্তব্দ গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে দাপট বাড়াচ্ছে নোবেল করোনা। এই সংক্রমণ থেকে মুক্তি কবে , তা স্পষ্ট করে বলা যাচ্ছে। বিভিন্ন রিপোর্টে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। আপাতত মুক্তির উপায় একমাত্র সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু কোথাও মানা হচ্ছে আবার কোথাও তা ভঙ্গ হচ্ছে। তার প্রমান মিলল মদের দোকান খোলার পর।

করোনা পরীক্ষার জন্য অর্থসাহায্য দেবের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলেছে গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছে ১০৭৪ জন। দেশে মোট করোনা থেকে মুক্তি পেয়েছেন ১১ হাজার ৭৭২ জন। ঐদিন এমন রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগারওয়াল।

আরো পড়ুন :– বিশ্ব দরবারে মোদীর ভাষণ , জানাবেন করোনা লড়াইয়ের কৌশল

স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজকের এই রিপোর্ট। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। তবে চিন্তার খবর হলো গত ২৪ ঘন্টায় ৮৩ জন করোনা সংক্রমণে মারা গেছেন । মোট মৃতের সংখ্যা ১৩০০-র বেশি।

আরো পড়ুন :- করোনা যোদ্ধাদের অভিবাদন ভারতীয় সেনার

ঐদিন ভারতের করোনা আক্রান্ত সংখ্যা ৪২ হাজার ৫৩৩ জন। তাবে সুস্থতার হার বেড়ে প্রায় ২৮ শতাংশ। যা নিসন্দেহে বড়ো ঘটনা। দেশে এখনো গ্রীন জোন জেলা ৩১৯ টি , অরেঞ্জ জোন জেলা ২৮৪টি এবং রেড জোন জেলা ১৩০টি। তবে আশার কথা শুনিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ধীরে ধীরে অনেক জেলাতেই সংক্রমণ কমেছে। ৬টি অমন জেলা যেখানে ২১শে এপ্রিলের পর করোনা সংক্রমণ হয়েছে। তবে সামাজিক দূরত্ব মেনে চলাই করোনা থেকে মুক্তির একমাত্র পথ বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগারওয়াল।

আরো পড়ুন :- বণিকসভার আর্জি -কারখানা সব জেলাতেই খোলা হোক

Highlights

  • গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন হাজারের বেশি
  • ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছে ১০৭৪ জন
  • সুস্থতার হার বেড়ে প্রায় ২৮ শতাংশ

# Corona # Lockdown # Central Health Ministry

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন