Bangla News Dunia, সারদা দে :- করোনা ভাইরাস যেইভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাতে দিন দিন আক্রান্ত এবং মৃত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ভাইরাস মোকাবিলায় প্রত্যেককে মাস্ক পড়তে বলা হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় যোগান কম পড়ে যাওয়ায় অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার। সব জায়গায় alcohol যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলায় অনেকে স্যানিটাইজার না পেয়ে alcohol দিয়ে হাত ধুচ্ছেন এমন খবর পাওয়া গেছে। বাজার চলতি হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে বাড়িতে কিছু জিনিস এনে একেবারে হোম মেড হ্যান্ড স্যানিটাইজার বানানো সম্ভব। দেখে নেওয়া যাক তার উপকরণ এবং প্রণালী।
উপকরণ : স্পিরিট (মিডিয়াম ফাইলের দাম ৬৫ টাকা) , যে কোনো কোম্পানির এলোভেরা জেল , নিজের ব্যবহার করা বডি অয়েল ,ডেটল এবং evion 400 বা ভিটামিন ই ক্যাপসুলের একটি পাতা।
প্রণালী : একটা কাঁচের পাত্রে স্পিরিট ঢেলে তাতে পরিমাণমতো এলোভেরা জেল মিশিয়ে নিন। তাতে দুই চামচ বডি অয়েল, দুই চামচ ডেটল দিন। এইবার ৪টি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে দিয়ে দিন। ভালো করে সমস্ত জিনিস মিশিয়ে একটি পাত্রে ঢেলে নিন এবং ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।
[ আরো পড়ুন :- সুস্থ থাকতে খান এই খাবারগুলি ]
দূরে রাখুন ভাইরাসকে, সুস্থ রাখুন নিজেকে এবং আশপাশকে