Bangla News Dunia , অমিত রায় :- করোনা ভাইরাস মানুষের জীবনকে দুর্বিসহ করে দিয়েছে। বর্তমানে মানুষ কোনো কাজে নিজের ইচ্ছে থাকলেও তা করতে পারছে না। তার জন্য বিভিন্ন অনুমতির দরকার পড়ছে। আর এবার এক গবেষণায় উঠে আসলো গোঁফ ও দাড়ির কারণে নাকি ছড়াচ্ছে করোনা।
আরো পড়ুন :- ভারতের অভিন্ন অংশে ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে ভুল করলো পাকিস্তান
হ্যাঁ এটা অবিশ্বাস বা হাস্যকর বলে মনে হলেও এটাই সত্যি , বলছে গবেষণা। একটি গবেষণা করে গবেষকরা বলছেন , কেউ যদি আপনার মাথার কাছে বা মুখের কাছে হাঁচে বা কাশে আর তার থেকে যদি ড্রপলেট নিজের দাড়ি বা গোঁফে আটকে যায়। পরবর্তী কালে মাস্ক খুলে ফেললেও ওই ড্রপলেটের কারণে নিজে করোনা আক্রান্ত হতে পারেন।
তবে সামাজিক দূরত্ব বিধি মেনে চললে এই সংক্রামণের হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সর্বশেষ গবেষণায় মানুষের দাড়িও এই মরণ ভাইরাসের কারণ হিসাবে বলা হয়েছে। ফলে গবেষকদের দাবি এই সময় কোনো পুরুষের বড় দাড়ি বা গোঁফ না রাখাই ভালো। এমনকি গবেষকরা জানিয়েছেন দাড়ি ও গোঁফের জেরেই পুরুষদের করোনা আক্রমণের সম্বাভনা বৃদ্ধি পাচ্ছে।
আরো পড়ুন :- পাকিস্তানের পাঠানো আমাকে নিতেও অস্বীকার করলো চীন , আমেরিকা , ফ্রান্স !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- সাবধান , আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করেন ?