Bangla News Dunia, অজয় দাস :- আপনি কি চুল পাতলা হবার সমস্যায় ভুগছেন। মানুষের চুলেই লুকিয়ে থাকে তার সৌন্দর্য। তবে বর্তমান সময়ে বিভিন্ন কারণে মানুষের চুল সময়ের অনেক আগেই পাতলা হয়ে যায় এমনকি পরবর্তী কালে চুল ঝড়তে শুরু করে। এই চুল ঝরা ও পাতলা হয়ে যাবার সমস্যায় বেশিরভাগ মানুষই ভোগেন। আর আর থেকে বাঁচতে বিভিন্ন সময় বিভিন্ন উপায় করে থাকেন।
বিভিন্ন মানুষ তাদের চুলের সমস্যা থেকে মুক্তি পেতে বাজার থেকে বিভিন্ন দামি দামি রাসায়নিক দ্রব কিনে মাথায় লাগান। এতে মাথার চুলের ক্ষতি ছাড়া লাভ হয় না। কিছু ঘরোয়া পদ্ধতিতে আপনি চুলের যত্ন নিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
১. মেথি :- মেথিতে প্রচুর পরিমানে নিকোটিনিক অ্যাসিড পাওয়া যায় যা আমাদের চুলের গোড়াকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়াও মেথির বীজে প্রচুর পরিমানে প্রোটিন থাকে যা চুলের জন্য খুবই উপকারী। মেথির জল দিয়ে মাথা ধুলে খুশকি কমে , এছাড়া মেথি চুল পড়া কমায়।
২. পেঁয়াজ :- পিঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী। পিঁয়াজের রস চুলের গোড়ায় গিয়ে মাথায় রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। যার ফলে চুলের মধ্যে পুষ্টি পৌঁছোয়। এছাড়া পিঁয়াজের রসে থাকে আন্টি – ব্যাকটেরিয়াল যা মাথার খুশকি কমায়।
৩. দই :- দই একটি পুষ্টিকর খাদ্য। দই মাথায় লাগালে চুলের মধ্যে পুষ্টি পৌঁছোয় যা চুলকে সতেজ করতে সাহায্য করে। মাথায় দই লাগাবার কিছুক্ষন পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। তবে অবশ্যই অর্গানিক ( CHEMICAL FREE ) শ্যাম্পু ব্যবহার করুন। নিচে দেওয়া অর্গানিক শ্যাম্পুটি আপনি ব্যবহার করতে পারেন –
লিঙ্ক – wow shampoo and conditioner
৪. মেহেন্দি :- চুলের জন্য মেহেন্দি খুবই উপকারী। মেহেন্দি চুলকে ঘন করতে সাহায্য করে। এছাড়া চুলেও সুন্দর রং তৈরি করে।