Bangla News Dunia, শারদীয়া রায় :- করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা নিয়ে সতর্কবার্তা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে এই ভাইরাস প্রতিরোধে খোলা জায়গায় জীবাণুনাশক স্প্রে করা সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বাইরের পরিবেশের ধুলোর সাথে মিশে গিয়ে এই স্প্রে এর উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। এর ফলে করোনা ভাইরাস কোনো ভাবেই মরে না।
আরো পড়ুন : – রাষ্ট্রপুঞ্জের বকেয়া বাকির অভিযোগ চীনের
এর সাথে হু আরো জানিয়েছে যে এই ক্ষতিকারক স্প্রে মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে । এই স্প্রেতে উপস্থিত ক্লোরিন এবং বিষাক্ত রাসায়নিক উপাদান মানুষের ত্বক এবং চোখের ক্ষতি করে । তাছাড়া এই স্প্রে রোগ সংক্রমণের ক্ষমতাকে হ্রাস কিংবা নির্মূল করতে পারে না। এমনকি মানসিক স্বাস্থ্যের উপরেও এর খারাপ প্রভাব পরে বলে হু তার সতর্কবার্তায় জানিয়েছে। এমনকি বাড়ির ভিতরেও জীবাণুনাশক স্প্রে করতে ব্যারন করা হয়েছে। তার বদলে বাড়িকে জীবাণুমুক্ত করতে কাপড়ে জীবাণুনাশক দিয়ে ঘর পোছার পরামর্শ দিয়েছে ওই সংস্থা। কাপড়ের মধ্যে জীবাণুনাশকের উপাদান তাড়াতাড়ি নষ্ট হয়না। ফলে এর কার্যকরিতা অনেক বেশিক্ষণ ধরে থাকে ।
প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিযায়ী শ্রমিকদের উপরে এই জীবাণুনাশক স্প্রে করার ফলে প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন। এই ঘটনার ফলস্বরূপ অনেক পরিযায়ী শ্রমিক অসুস্থ হয়ে গেছিলেন বলেও শোনা গিয়েছিলো। এখন সমস্ত পরিবহন মাধ্যম থেকে শুরু করে স্থানীয় এলাকা সমস্ত জায়গায় জীবাণুনাশক স্প্রে করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়েই। করোনা মোকাবিলায় বর্তমানে যেসব প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তার মধ্যে এই জীবাণুনাশক স্প্রে অন্যতম।
আরো পড়ুন : – সুদিন আসছে ইউরোপের দেশ গুলোতে
অবশ্য এর আগেও এই জীবাণুনাশক স্প্রের ক্ষতিকারক প্রভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের সমস্ত দেশগুলিকে সতর্ক করেছিল। কিন্তু করোনা মহামারীর ফলে আর্থিক সামাজিক ভাবে বিপুল ক্ষতিগ্রস্ত দেশগুলি এই সতর্কবাণীকে অগ্রাহ্য করেছে। তবে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সতর্কবার্তার পরে এই জীবাণুনাশক স্প্রে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশগুলি কি পদক্ষেপ নেই নেয় এটাই এখন দেখার বিষয়। কারণ করোনা মহামারী দূরীকরণের পাশাপাশি মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখার দায়িত্ব রাষ্ট্রপ্রধানদের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি হু এর এই সতর্কবার্তা অগ্রাহ্য করে যদি সাধারণ মানুষ এই স্প্রের ফলে প্রাণ হারায় তবে সারা বিশ্বে যে নতুন সংকটের আবির্ভাব ঘটবে তা বলাই বাহুল্য।
Highlights
- জীবাণুনাশক স্প্রে নিয়ে সতর্কবার্তা শোনালো হু
- মানুষের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য এর ফলে ক্ষতিগ্রস্ত হয়।
- জীবাণুনাশক স্প্রে যুক্ত কাপড় বাড়ি পরিষ্কার করতে ব্যবহার করার নির্দেশ দিয়েছে হু