Bangla News Dunia , অমিত রায় :- বর্তমান সময়ে শুক্রাণু কম হওয়ায় বৈবাহিক জীবনে বহু সমস্যায় ভুগছেন নানা পুরুষ। আর এই বৈবাহিক সমস্যা থেকে বেরোতে হলে দরকার শুক্রাণু বৃদ্ধি ও যৌন জীবনকে সুস্থ রাখা। তবে পুরুষের শুক্রাণু বৃদ্ধির জন্য হোমিওপ্যাথি স্বীকৃত কিছু উপায় রয়েছে , যেই গুলিতে নেই কোনো সাইড এফেক্টের সম্বাভনা। সেই রকমই একটি হোমিওপ্যাথি ঔষধ হলো ড্যামিয়েন মাদারটিঙ্কচার।
এই ঔষধ খাবার নিয়ম হলো প্রতিদিন তিন বার করে খেতে হবে। ১ কাপ হালকা উষ্ণ গরম জলে ১০ ফোঁটা করে ঔষধ দিয়ে খেতে হবে। এছাড়াও এডিস ফস মাদারটিঙ্কচারও এই ডোজে খেতে পারেন। আবার খাওয়া যেতে পারে ট্রিবুলাস মাদারটিঙ্কচার এই ঔষধও। তবে আপনি যেই ঔষধি খান না কেন তার আগে ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তার দুটো বড় কারণ হলো , প্রথমত আপনার শরীরের অবস্থা বুঝেই ডাক্তার আপনাকে ঔষধ দেবে। বিভিন্ন রোগের পেক্ষিতে ঔষধ পরিবর্তন হতে পারে। দ্বিতীয়ত , আপনার জন্য যেই ঔষধ দরকার নিজে থেকে সেই ঔষধ না নিয়ে ভুল ঔষধ নিতে পারেন। ফলে সর্বপ্রথম ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত।
আরো পড়ুন :- কন্ডোম ব্যাবহারে আগ্রহী নয় দেশের যুব সমাজ ! বলছে সমীক্ষা
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- তারুণ্য ও যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত এই খাবার গুলো খান