Bangla News Dunia , অমিত রায় :- একেই দেশের মানুষ করোনা মহামারীর জেরে দিশেহারা ওপর দিকে আরো এক আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। একেই করোনা ভাইরাসে ফলে সারা দেশের প্রায় প্রতিটি রাজ্যে লক ডাউন চলছে , দৈনিক ২ লাখ ৫০ হাজারের কাছাকাছি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দৈনিক প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ এই ভাইরাসের কারণে জীবন হারাচ্ছেন। এমন অবস্থায় ব্ল্যাক ফাঙ্গাস গোদের উপর বিষ ফোঁড়ার মতো।
করোনা ভাইরাসে মৃতের হার ২ শতাংশ সারা বিশ্বে সেখানে ব্ল্যাক ফাঙ্গাসের মৃতের হার নাকি ৫০ শতাংশ। অথাৎ করোনা ভাইরাসের থেকেও কয়েক গুন বেশি ভয়ানক এই ব্ল্যাক ফাঙ্গাস। এখন পর্যন্ত ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তবে বাংলায় ও ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছে।
আরো পড়ুন :- আপনার সন্তানের করোনা হলে কি করবেন ? দেখুন কার্যকরী টিপস
এই ফাঙ্গাস সাধারণত মুখ , চোখ , নাকের উপরেই হামলা করে। বিশেষ করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কাদের সবচেয়ে বেশি তা জানালো AIIMS হসপিটাল প্রশাসন।
কাদের ঝুঁকি বেশি ?
১. যাদের ডায়াবেটিস রয়েছে।
২. করোনার কারণে বা অন্য কারণে স্টেরয়েড নিতে হয়েছে যাদের।
৩. করোনা ভাইরাসের চিকিৎসা চলছে যাদের।
৪. কোনো দীঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
৫. করোনা আক্রান্ত রোগী যাদের অক্সিজেন ও ভেন্টিলেটর দিতে হচ্ছে তাদের এই ফাঙ্গাসের ঝুঁকি বেশি।
আরো পড়ুন :- করোনা থেকে বাচ্চাদের বাঁচাতে পারে ‘ভারতের নজেল ভ্যাকসিন’ , দাবি WHO এর
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল