Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- টিকা না আসা অবধি সতর্ক থাকুন। ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা ভাইরাস মোকাবিলায় ভারত ভাল পরিস্থিতিতে রয়েছে।সোমবার নয়ডা, মুম্বই ও কলকাতায় আইসিএমআর-এর টেস্টিং ল্যাবরেটরির ভার্চুয়াল উদ্বোধনে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশে স্বাস্থ্য পরিষেবা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বলেও জানান মোদি। প্রধানমন্ত্রীর কথায়, ‘ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারত অন্য অনেক বড় দেশের তুলনায় ভাল অবস্থায় রয়েছে৷
ভারতে সুস্থতার হার অনেক বেশি মৃত্যুর হারের চেয়ে। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন, সেই সংখ্যাটিও ১০ লক্ষ ছুঁতে চলল৷ দেশের করোনা চিকিত্সা পরিকাঠামো দ্রুত গতিতে বাড়ানোর দরকার ছিল। তাই কেন্দ্র করোনা মোকাবিলার শুরুতেই ১৫ হাজার কোটি টাকা এই খাতে ধার্য করে। ভারতের এখনও ১১ হাজার COVID ফেসিলিটি রয়েছে। ১১ লক্ষের বেশি বেড রয়েছে। এই বছরের জানুয়ারি মাসে দেশে মাত্র একটি করোনা টেস্টিং সেন্টার ছিল। এখন প্রায় ১৩০০ ল্যাব রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৫ লক্ষের বেশি করোনা টেস্ট হচ্ছে। আগামী দিনে তা ১০ লক্ষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পিপিই কিট প্রস্তুতকারী দেশ। ৬ মাস আগে একটিও ছিল না। এখন ১২০০-র বেশি পিপিই প্রস্তুতকারী সংস্থা রয়েছে। যারা প্রতিদিন ৫ লক্ষ করে পিপিই কিট উত্পাদন করছে। ভারত এখন আমদানিকারী দেশ থেকে রফতানিকারী দেশ হয়ে গিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, প্রতিদিন ৩ লক্ষেরও বেশি N-95 মাস্ক ভারতে তৈরি হয়। আগে এই মাস্ক ভারত আমদানি করত। ভেন্টিলেটর, মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডারের উত্পাদনও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।
গ্রামে করোনা সংক্রমণ বাড়ার প্রসঙ্গে মোদি বলেন, গ্রামে স্বাস্থ্য পরিষেবা আরও বাড়াতে হবে। একই সঙ্গে বর্তমানে যে পরিষেবা রয়েছে, তার আরও উন্নতি করতে হবে। আগামী উত্সবের মরশুমে দেশবাসীকে ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। মোদি বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা দ্রুত ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছেন। কিন্তু যতদিন না ওষুধ বা ভ্যাকসিন না আসে, ততদিন ৬ ফুট দূরত্ব, মাস্ক ও হাত পরিচ্ছন্ন রাখতে হবে।
Highlights
1. টিকা না আসা অবধি সতর্ক থাকুন
2. গ্রামে স্বাস্থ্য পরিষেবা আরও বাড়াতে হবে
#Health #MODI #INDIA #CO