Bangla News Dunia, অজয় দাস :- এই সময় ঠান্ডা – গরমের কারণে অনেক সময় সর্দি-কাশি হয়ে থাকে। আবার অনেক সময় গরম থেকে এসে ঠান্ডা জল পান করা , এসি ঘরে প্রবেশ করা। হঠাৎ করে এসি ঘর থেকে বেরিয়ে রোদে চলে যাওয়া ও বৃষ্টিতে ভেজা ও আবহাওয়া পরিবর্তনের কারণেও জ্বর , সর্দি – কাশি হয়ে থাকে। তবে কি ভাবে বুঝবেন যে আপনার করোনা হয়েছে না সাধারণ সর্দি – কাশি।
বিশেষজ্ঞদের মতে সাধারণ সর্দি – কাশির সাথে করোনার লক্ষণের তেমন কোনো তফাৎ লক্ষ করা যায় না। তবে এই পরিস্থিতিতে আপনি বুঝবেন কি ভাবে যে আপনার করোনা হয়েছে কিনা।
আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?
সাধারণ সর্দি – কাশি হলে মাথা যন্ত্রনা করে , জ্বর জ্বর ভাব আসে , হালকা কাশি হতে পারে তা দুই দিন পর থেকে বেড়ে যেতে পারে , এছাড়া একটু গা – হাত – পায় ব্যাথা হতে পারে। কিন্তু করোনার লক্ষণ গুলিতে এই লক্ষণ গুলির সাথে সাথে আরো কিছু লক্ষণ দেখা যায়। যেমন – স্বাদ ও গন্ধ লোপ পায় , ক্লান্তি ভাব , বমি বমি ভাব আসতে পারে , সাধারণ সর্দি – কাশি ৩ দিনের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু করোনা হলে তা ৩ দিনের পরেও বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া করোনা হলে শ্বাসকষ্ট হতে পারে।
এই সকল লক্ষণ গুলি যদি নিজের মধ্যে দেখতে পান। তবে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেবেন। এরই সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ নেবেন। আর যতটা সম্বভ তরল খাবার গ্রহণ করুন। এতে যেমন খাবারে স্বাদ না পেলেও খেতে পারবেন। তেমন খাবার হজম ও খুবই সহজে হয়ে যাবে।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে পান করুন এই ঘরোয়া পানীয়
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনার টিকা না পাওয়া পর্যন্ত শিশুদের কি ভাবে রক্ষা করবেন ? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন