ত্বকের দীপ্তি ধরে রাখতে রূপচর্চায় ৩ ভুল করা চলবে না

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এমনিতেই ত্বকের সমস্যার শেষ নেই, তার উপর শীতকাল দোসর। ত্বক খসখসে হয়ে যাওয়া থেকে ব্রণ, একের পর এক সমস্যায় জর্জরিত হতে হয়। দামি সংস্থার প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা, সব কিছু ব্যবহার করেও আসলে চোখে পড়ার মতো কোনও লাভ হয় না। এর একটা সম্ভাব্য কারণ হতে পারে পরিচর্যায় গলদ। অজান্তেই ঘটে যাওয়া কিছু ভুলে এমন সমস্যা দেখা দিতে পারে। কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে?

সানস্ক্রিন না মাখা

শীতকালে রোদের তীব্রতা কম। তাই সানস্ক্রিন না মাখলেও চলবে। এই ভাবনা সবচেয়ে বড় সমস্যা ডেকে আনছে। শীত-গ্রীষ্ম-বর্ষা, সানস্ক্রিন বারোমাস ব্যবহার করার প্রসাধন। সানস্ক্রিন না মাখলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে।  সানস্ক্রিন তাই মাখতেই হবে।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

পর্যাপ্ত ময়েশ্চারাইজ়ার না মাখা

শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। তাই পর্যাপ্ত ময়েশ্চারাইজ়ার মাখতেই হয়। কিন্তু অনেকেই সেটা করেন না। ত্বকের ধরন যেমনই হোক, শীতে ময়েশ্চারাইজ়ার ব্যবহার না করলে সমস্যা পিছু ছাড়বে না।

মেকআপ না তোলা

শীতকাল মানেই একঝাঁক উত্সব। পার্টি, পিকনিক তো আছেই, সেই সঙ্গে পর পর বিয়েবাড়ির। অনুষ্ঠান থেকে ফিরে কি মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন? তা হলে ত্বকের সমস্যা আটকানো সম্ভব নয়। প্রসাধন সামগ্রী ত্বকের কোষের মুখগুলি আটকে দেয়। ফলে সেখান থেকেই ব্রণ এবং অন্যান্য সমস্যা দেখা দিতে শুরু করে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন