দাঁতের চিকিৎসায় করোনা সংক্রমণের ঝুঁকি , নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা দেশে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে একগুচ্ছ পরামর্শ ও নির্দেশবিধি বিজ্ঞপ্তি দিয়ে জানাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

দাঁতের চিকিৎসা করতে গিয়েও নিজেদের অজান্তেই হয়তো রোগীদের মাধ্যমে করোনা সংক্রমিত হতে পারে চিকিৎসকের শরীরে। এক রোগীর থেকেও ওপিডি-তে অপেক্ষারত অন্য রোগীর শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তাই করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে একগুচ্ছ নির্দেশবিধি মেনে চলতে বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে।

2019-dental-practice-1024x683

মারাত্মক দাঁতের যন্ত্রণা, মাড়ি থেকে ক্রমাগত রক্তক্ষরণের মতো গুরুতর সমস্যার ক্ষেত্রে দ্রুত দাঁতের চিকিৎসা করানো জরুরি হয়ে পড়ে। সে ক্ষেত্রে নির্দেশিকায় কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এক নজরে নির্দেশিকায় উল্লেখিত পরামর্শগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক—

১. কোনও রোগীর মধ্যে যদি ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, সর্দি-কাশির মতো উপসর্গ     থাকে তাহলে ওই রোগীকে অন্য কোনও দিন আসতে বলে দিতে হবে।

২. দাঁতের সমস্যা নিয়ে আসা রোগীদের দেখার আগে তাঁরে শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

৩. রিসেপশনে রোগীদের সঙ্গে দূরত্ব পালনের জন্য কাচ বা স্বচ্ছ ফাইবারের গার্ড বসাতে হবে।

৪. ওপিডি-তে উপস্থিত সকলকেই মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে হবে।

covid-dentistry-coronavirus

৫. সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে। প্রয়োজনে ‘টোকেন’ ব্যবস্থাকে কাজে লাগাতে হবে।

৬. যদি সম্ভব হয় তাহলে দাঁতের সমস্যা নিয়ে আসা রোগীদের ই-প্রেসক্রিপশন দেওয়াটাই নিরাপদ।

৭. রোগীদের অপেক্ষা করার জায়গা, বাথরুম, টয়লেট— সব কিছুই জীবানুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন            রাখতে হবে।

৮. হাত, মুখ ধোয়ার জন্য বেসিন ব্যবহার করতে হবে। দাঁতের সমস্যা নিয়ে আসা সমস্ত রোগীদের ঠিকানা,          মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখতে হবে।

৯. যদি দাঁতের সমস্যা নিয়ে আসা কোনও রোগীর মধ্যে করোনার কোনও উপসর্গ চোখে পড়ে সে ক্ষেত্রে তাঁকে      নির্দিষ্ট চিকিৎসার পর চিকিৎসকের ছাড়পত্র মেলার পর তবেই আবার আসতে বলতে হবে।

১০. দাঁতের চিকিৎসা শুরুর আগে রোগী ও চিকিৎসকের মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখা জরুরি।

Highlights

1. দাঁতের চিকিৎসায় করোনা সংক্রমণের ঝুঁকি

2. হাত, মুখ ধোয়ার জন্য বেসিন ব্যবহার করতে হবে

3. দাঁতের চিকিৎসা শুরুর আগে রোগী ও চিকিৎসকের মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখা জরুরি

4. দাঁতের সমস্যা নিয়ে আসা সমস্ত রোগীদের ঠিকানা, মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখতে হবে

# Corona # Dentist # Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন