Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার অভ্যাস ভাল নয়। তবে অনেকের বদ অভ্যাস রয়েছে। ফলে প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি বাড়ে। মূত্রনালিতে উপস্থিত কিছু ব্যাক্টেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। যখন দীর্ঘ সময় মূত্রথলিতে প্রস্রাব আটকে থাকে, তখন ব্যাক্টেরিয়ার দ্রুত বংশবৃদ্ধি ঘটতে পারে, ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণ। যার কারণে শরীরে আরও অনেক সমস্যা হতে পারে। জেনে নিন সেগুলি কী কী হতে পারে —-
আরো পড়ুন :- BREAKING : মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘চপ শিল্প’, এক দিনেই আয় ১৫০০ টাকা ! দেখুন ভিডিও
১. মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থগুলি বেরিয়ে যায়। তবে দীর্ঘ ক্ষণ প্রস্রাব চেপে রাখলে এই ধরনের বর্জ্য পদার্থ দেহের ভিতরেই জমতে শুরু করে। কিডনির ভিতরে তখন বর্জ্য পদার্থ জমে পাথরে পরিণত হয়। এমনকি, রক্তপাতের মতো সমস্যাও দেখা দিতে পারে।
২. অনেক ক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় দুর্বল হয়ে যেতে পারে। সাধারণত যখন মূত্রাশয় পূর্ণ থাকে তখন এটি প্রসারিত হয় এবং মূত্রত্যাগ করলে সেটি আবার সঙ্কুচিত হয়ে যায়।
আরো পড়ুন :- তৃণমূলের দুর্নীতির সাতকাহন ! দেখুন মমতা সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ
৩. প্রস্রাব আটকে রাখলে শ্রোণিতলের পেশি দুর্বল হয়ে যায়। হাঁচি, কাশির সময়ে অজান্তেই কিছুটা প্রস্রাব বেরিয়ে যেতে পারে। ঘন ঘন মূত্রত্যাগের প্রবণতাও বাড়তে পারে।
আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?
৪. প্রস্রাব চেপে রাখলে মূত্রাশয় ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। কাজেই কিডনি ভাল রাখতে যেমন পর্যাপ্ত জল পান করা জরুরি তেমনই প্রয়োজন, সময় মতো মূত্রত্যাগ করাও।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !
আরো পড়ুন :- FREE-তে ল্যাপটপ দিচ্ছে সরকার, আপনি APPLY করেছেন ?