Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর। দেশ সহ সারা রাজ্যে যেভাবে ফের রেকর্ড হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। তাতে ফের নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। এবারের দোল যাত্রা ও হোলি উৎসব যাতে ফের করোনার বৃদ্ধির কারণ না হয় , তার জন্য এক গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
এক নজরে দেখুন ——
১. মাস্ক না পরে বাইরে বেরোতে একেবারে নিষেধ।
২. আপনার হাত বারবার স্যানিটাইজ করতে হবে বা ধুতে হবে ।
৩. সর্বত্র শারীরিক দূরত্ব বজিয়ে রাখতে হবে।
৪. কোনও ধরনের জমায়েত বা শোভাযাত্রা এড়িয়ে চলাই ভালো। পারিবারিক ভাবে উৎসব পালন করার নিদান।
৫. অযথা কোনও ধরনের ভিড় না করাই উচিত না হলে সংক্রমণ বাড়তে পারে।
৬. বিশেষত শিশু, গর্ভবতী মহিলা ও বৃদ্ধ দেরকে পুরোপুরি ভিড় এড়িয়ে চলার আবেদন। খুব দরকার হলে মাস্ক পড়তেই হবে।
৭. শারীরিক ভাবে কাছে না গিয়ে রং বা আবীর খেলার চেষ্টা করতে হবে।
আরো পড়ুন :- এই দোল উৎসবে কোন রং হবে আপনার জন্য শুভ , জেনে নিন
ভোটের বাংলায় করোনা জাঁকিয়ে বসছে, ইতিমধ্যেই গভীর চিন্তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এমনকি সব রাজনৈতিক দল গুলি সমাবেশ আয়োজন করছে, সেটিই এখন করোনা সংক্রমণের কারণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় বংলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। চিন্তার কারণ কলকাতা ও ২৪ পরগনা উত্তর।
Highlights
1. নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর
2. চিন্তার কারণ কলকাতা ও ২৪ পরগনা উত্তর
#Corona #Holi