Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : মানুষের শরীরে নিত্যদিন নানা ধরনের অসুখ বিসুখ লেগেই থেকে। সামান্য অসুখেই অনেকে ডাক্তারের কাছে ছুটছেন, আবার অনেকে এমনও আছেন টাকা খরচার ভয়ে ডাক্তার দেখাতে চান না। তবে ঘাবড়ে যাবেন না। আগে জানুন সমস্যাটা কোথায় হচ্ছে। তারপর ধীরে ধীরে হাতের কাছে থাকা স্পেশাল ওষুধ ব্যবহার করে, নিজের রোগ সারিয়ে তুলুন।
কি এই স্পেশাল ওষুধ, যা ব্যবহার করলে যে রোগ সেরে যাবে। হ্যাঁ আপনার হাতেই কাছে রয়েছে সর্বরোগের নিধন কারী মোক্ষম ঔষধ নিমপাত। নিমপাতার গুণাবলী বলে শেষ করা মুশকিল। তাই আজ জেনে নিন নিমপাতা ব্যবহার করে কিভাবে রোগ থেকে মুক্তি পাবেন। দেখুন এক নজরে —–
১. নিমপাতা বেটে সেটাকে সেদ্ধ করে শুধুমাত্র জলটা স্নানের জলে মিশিয়ে স্নান করলে নানা রকম চর্ম রোগ থেকে মুক্তি পাবেন।
২. নিমপাতা হালকা সেদ্ধ করে কাঁচা খাওয়াতে পারলে আপনার শিশুর পেটে কৃমি দূর হয়।
৩. নিমপাতার রস গরম জলে মিশিয়ে কিছুদিন পান করে দেখবেন, সর্দি কাশির দরুণ বুকে জমা কফ নিমেষে উধাও হবে।
৪. প্রতিদিন সকালে খালি পেটে পাঁচটা গোলমরিচ ও কয়েকটি নিমপাতা বেটে খেলে, ডায়াবেটিস রোগীরা উপকার পাবেন।
৫. গরম জলের মধ্যে কয়েক ফোঁটা নিম পাতার রস খেলে, পেটের নামা সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
৬. নিম তেল মুখের ব্রণ থেকে মুক্তি দেয়।
৭. সম্ভব হলে নিম গাছের ডাল বা নিম গাছের ছাল গুঁড়ো দিয়ে রোজ দাঁত মাজলে আপনার দাঁত ভালো থাকে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল