নিম পাতার বহুবিধ উপকারিতা ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নিম পাতার বহুবিধ উপকারিতা ! আপনারা সকলেই জানেন নিম একটি ঔষধি গাছ যার সাধারণ ডালপালা থেকে পাতা, রস সবই নানা গুণকারী কাজে লাগে। নিম পাতা ভাইরাস এবং ব্যাকটেরিয়া নানা ক্ষতিকারক জিনিস নাশক হিসেবে খুবই কার্যকর। নিম পাতা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে।

এক নজরে নানা উপকারিতা—–

১. আপনি নিম পাতা বেটে লেই বানিয়ে কোনো ক্ষত বা কীটপতঙ্গের কামড়ের জায়গায় প্রতিদিন কয়েকবার করে লাগালে তা খুব তাড়াতাড়ি সেরে যায়।

আরো পড়ুন :- করোনা আবহে সুস্থ রাখুন আপনার মস্তিস্ক ! বিস্তারিত পড়ুন

২. আপনি নিম পাতা সেদ্ধ করার পর তার জল ফেলে সেটিকে ছেঁকে পুরোপুরি ঠাণ্ডা করে নিন। এরপর সেই জল দিয়ে চোখ ধুয়ে নিন। চোখের নানা সমস্যা দ্রুত কমে যাবে।

৩. আপনার মুখে ব্রোনোর সমস্যা থাকলে নিম পাতা থেঁতো করে ব্রণের জায়গায় ভালো করে রস লাগিয়ে দিন। যতদিন ব্রণ না শুকোচ্ছে ততদিন রোজ নিয়ম করে এভাবে লাগিয়ে যান।

৪. এছাড়াও যেকোনো ফুসকুড়ি, কালো স্পট এবং দীর্ঘমেয়াদি ঘা দূর করে নিম।

আরো পড়ুন :- ত্বকে চটজলদি উজ্বলতা ফেরাতে চান ! মেনে চলুন ঘরোয়া উপায়

৫. এছাড়াও নিমপাতা থেঁতো করে তার রস করে তার সঙ্গে হলুদ মিশিয়ে যেকোনো ধরনের চুলকানি , একজিমা, দাদ , হাজা এবং প্রদাহ জনিত যেকোনো চামড়ার রোগ সারানো যায়।

৬. আপনি যদি কিছু নিমপাতা থেঁতো করে এক গ্লাস জলের সাথে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে।

তাই মহা ঔষদি নিমকে আপনারা ব্যাবহার করে সুস্থ থাকুন।

Highlights

1. নিম পাতার বহুবিধ উপকারিতা !

2. মহা ঔষদি নিমকে আপনারা ব্যাবহার করে সুস্থ থাকুন

#নিম #Health #Tips #Life Style

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন