Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পাইলসের সমস্যায় ভুগছেন ? সকলেই জানেন জটিল রোগগুলোর মধ্যে অর্শ বা পাইলস হলো তীব্র বেদনাদায়ক। এটি হলো মলদ্বারের একটি বড়ো সমস্যা। এই সমস্যায় মলদ্বারের ভেতরে বা বাইরে, চারপাশে একটি বা একাধিক গোলাকৃতি বা সুচাল গুটি দেখা দেয়। এই রোগে পায়খানা করার সময় প্রচন্ড যন্ত্রনার সাথে অল্প কিংবা বেশি রক্ত যায়। এই সমস্যায় সবাই ডাক্তারের কাছে যান কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা কমে আবার কমে না।
ঘরোয়া কিছু উপায় আছে যাতে এর থেকে মুক্তি পাওয়া যায় ——
১. র্যাডিশ এই পাইলসের সমস্যা কমাতে সাহায্য করে। এই সবজির রস খেলে দারুন উপকার পাবেন।
২. শুকনো ডুমুর এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। এই জল নিয়ম করে খেলে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন।
আরো পড়ুন :- কিভাবে চিনবেন নকল ২০০০ টাকার নোট ! বিস্তারিত পড়ুন
৩. মলদ্বার থেকে রক্ত পরার সমস্যা কমাতে কাঁচা পেঁয়াজ খুব উপকারী। এই রোগের যন্ত্রণা কমাতে সাহায্য করে।
৪. কোষ্ঠকাঠিন্য একটি পাইলসের সমস্যা বাড়িয়ে দেয়। এই সমস্যা কমাতে ও শরীরে রক্তচলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ব্যায়াম করা উচিত।
৫. কাঁচা হলুদ জল ফুটিয়ে নিয়মিত পান করলে পাইলসের সমস্যা কমে যায়।
৬. আপনি নিয়মিত মসুর ডাল, খেসারি ডাল, তিসির ডাল খেতে পারেন তাহলে পাইলসের সমস্যা নিরাময় করে।
আরো পড়ুন :- ৭০-এ পা দিলেন নামো ! ফিরে দেখা কিছু স্মৃতি
৭. এই সকল সমস্যায় অব্যর্থ ওষুধ হল কলা। পাইলসের সমস্যা কমাতে নিয়মিত কলা খান।
মেনে চলুন কিছু উপায় তাতে এই সকল সমস্যা কমাতে পারেন।
Highlights
1. পাইলসের সমস্যায় ভুগছেন ?
2. সবাই ডাক্তারের কাছে যান
#পাইলস #Health #Tips #Life #Style