পুজোর আগে মুখ ও হাতে ফিরবে জেল্লা, ব্যবহার করুন কফি দিয়ে তৈরি তিন মাস্ক

By Bangla News Dunia Rajib

Published on:

coffe

Bangla News Dunia , Rajib : পুজোর আগে মুখের জেল্লা ফেরানোর জন্য অনেক কিছুই করতে শুরু করেছেন। ডায়েট করে ঝরঝরেও হয়েছেন খানিকটা। আপাতত পুজোর ক’টা দিন জমিয়ে সাজগোজের পরিকল্পনা। কিন্তু সারা বছর রোদে পুড়ে যাওয়া হাত দু’টোর যত্ন নেওয়া হয়নি এখনও। পুজোর আগের ক’টা দিন বরং সেদিকেও একটু নজর দিন। কফিতে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট আর কফির তারুণ্য ধরে রাখার ক্ষমতা ত্বকের স্বাস্থ্য ভাল রাখে। ত্বকের রং হালকা করে। এমনকি, রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে।

মধু দিয়ে কফি

ত্বককে আর্দ্র রাখে। যার ফলে ত্বক উজ্জ্বলও দেখায়। এ ছাড়া দাগ-ছোপ হালকা করতেও সাহায্য করে কফি আর মধুর মাস্ক। এক টেবিল চামচ কফির সঙ্গে এক টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে হাতে, মুখে ভাল করে লাগান। হালকা হাতে মাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

কফি আর দুধ

রোদে পুড়ে মুখে হাতে অনেক সময় কালচে ছোপ পড়ে। কফি আর দুধের রূপটান সেই ছোপ দূর করতে সাহায্য করে। ত্বকে জেল্লাও আনে। এক টেবিল চামচ কফির সঙ্গে এক থেকে দুই টেবিলচামচ দুধ দিয়ে পেস্ট তৈরি করুন। হাতে বা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। ইষদোষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

কফি আর লেবু

ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। মরাকোষ দূর করে। প্রাকৃতিক উপায়ে ব্লিচ ও করে কফি আর লেবুর মাস্ক। এক টেবিল চামচ কফির সঙ্গে এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে, হাতে অথবা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ঠান্ডা জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন।

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন