প্যান্টের পকেটে মোবাইল রাখেন ? হারাতে পারেন যৌন ক্ষমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- মোবাইল ফোন মানুষের জীবন যেমন সহজ করে তুলেছে তেমনই এর ব্যাবহারে আমাদের হতে পারে বিরাট ক্ষতি। মোবাইল ফোন কমিয়ে দিতে পারে আপনার যৌন ক্ষমতা। বেশিরভাগ মানুষ তাদের মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখেন। আর এর জেরেই হারাতে পারেন আপনার যৌন ক্ষমতা।

পুরুষরা যদি প্যান্টের পকেটে তাদের মোবাইল ফোন রাখেন তবে তাদের প্রজননের উপর নেতিবাচক প্রভাব পরে। মার্কিন যুক্তরাষ্টের একদল গবেষক তাদের গবেষণার মাধ্যমে জানিয়েছেন যে পুরুষ মানুষের প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখার ফলে মোবাইল ফোন থেকে নির্গত হওয়া রেডিও – ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোমেগনিটিকে রেডিয়েশন শুক্রাণুর গুনগত মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

যার কারণে মানুষের যৌন জীবনে সরাসরি প্রভাব পড়তে পারে। এছাড়া এর ফলে সন্তান তৈরিতে একজন পুরুষের যে ভূমিকা থাকা প্রয়োজন তার উপর নেতিবাচক প্রভাব পরে। এছাড়া পুরুষের শুক্রাণুর অভাব দেখা দিতে পারে।

আরো পড়ুন :- ত্বকে চটজলদি উজ্বলতা ফেরাতে চান ! মেনে চলুন ঘরোয়া উপায়

ফোনের রেডিয়েশনের প্রভাব যে শুধু যৌন ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে তা নয়। মানুষের সারা শরীরের উপর প্রভাব দেখা দিতে পারে। গবেষকরা জানিয়েছেন যারা বুক পকেটে মোবাইল রাখেন তাদের ও শরীরের উপর এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

এর থেকে বাঁচার জন্য কি করা উচিত :- 

মোবাইলের এই রেডিয়েশন থেকে বাঁচার জন্য প্যান্টের বা জামার পকেটের পরিবর্তে পিঠের বাগে ফোন রাখতে পারেন। এছাড়া ফোন রাখার জন্য একটি ছোট ব্যাগ ব্যবহার করতে পারেন। মোবাইল কথা বলার সময় কানে ফোন না লাগিয়ে পারলে স্পিকারে কথা বলুন বা হেডফোন ব্যবহার করতে পারেন। বাড়িতে বা অফিসে নিজের শরীরের থেকে কিছু দূরে ফোন রাখার চেষ্টা করুন। রাতে শোবার সময় বিছানা থেকে দূরে ফোন রেখে ঘুমান।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন