বর্ষাকালে অতিরিক্ত চুল ওঠা কমান সহজ উপায়ে

By Bangla news dunia Desk

Published on:

hair loss problem man and woman

Bangla News Dunia , দীনেশ দেব :- বর্ষাকালে আর্দ্র আবহাওয়ার কারণে চুল ওঠার সমস্যা ছাড়াও চুলের আরও অনেক সমস্যা বেড়ে যায় ৷ এই সমস্যাগুলির মোকাবিলা করুন খুবই সহজ উপায়ে ৷ দেখে নিন উপায় গুলি ৷

১. বৃষ্টিতে চুল ভিজলে বাড়ি ফিরে সবার আগে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এরপর ভালোভাবে না শুকিয়ে চুল বাঁধবেন না ৷ ভেজা চুল নিয়ে শোবেনও না।

২. শ্যাম্পু করার অন্তত ১৫ মিনিট আগে মাথার ত্বকে অর্থাৎ স্ক্যাল্পে নারকেল তেল ভালোভাবে মালিশ করুন। এতে চুল পড়া সমস্যা থেকে শুরু করে চুলের রুক্ষ হওয়ার সমস্যা কমে।

৩. চুল ভালো রাখতে খাদ্য তালিকায় রাখুন সতেজ শাক সবজি, শস্যদানা, ডিম, বাদাম, দুগ্ধজাত খাবার, মিষ্টি আলু, বেরি, আঙুর ইত্যাদি।

৪. চুল আছড়ানোর ক্ষেত্রে বিশেষত ভেজা চুল আছড়ানোর সময় সরুর বদলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।

৬. হালুদ ও নিমের পেষ্ট তৈরি করে চুলে লাগান। এতে চুলের খুসকি দূর হবে।

আরো পড়ুন :- ভারতের কোন নোট ছাপতে কত টাকা খরচ হয় , জানুন

আরো খবর দেখতে নিচে দেওয়া ছবিতে ক্লিক করুন :- 

 

আরো পড়ুন :- কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতি, ধুঁকছে মমতার পরিবহণ নিগম ! চাপ বিজেপির

আরো পড়ুন :- নূপুর শর্মার মন্তব্য নিয়ে বাংলায় বড় পদক্ষেপ বিজেপির !

#shortnews

এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla news dunia Desk

মন্তব্য করুন