Bangla News Dunia , S. Datta Roy :- করোনা নিয়ে নিরন্তর গবেষণার পাশাপাশি করোনা টেস্টের সংখ্যাও বাড়ানো হচ্ছিলো। রোজ টেস্ট বাড়াতে বাড়াতে পশ্চিমবঙ্গ এখান ১ লাখ টেস্টের গন্ডি অতিক্রম করলো। সেই সঙ্গে করোনা পজিটিভ আসার হার ৩% -এর কম হল রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন থেকে জানা যায় -রাজ্যে গত ২৪ ঘন্টায় ২৩ টি ল্যাবে ৮৭১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে ১০২২৮২ টি নমুনা পরীক্ষা হয়েছে। আর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ২.৮% .বাংলার এই উন্নতিতে পর্যবেক্ষণকারী কেন্দ্রীয় দলও প্রশংসা করেছে পশ্চিমবঙ্গের।
বর্তমানের করোনা পরিস্থিতিতে সঠিকভাবে সব নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখতে পুনরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিশেষ দল বাংলায় আসছে। এ রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য -করোনা টেস্টে বাংলা লাগাতার উন্নতি করে চলবে। যখন প্রথম করোনা টেস্ট শুরু হয়েছিল তখন নাইসেড ছাড়া এ রাজ্যের আর কোথাও করোনা পরীক্ষা হতো না। কিন্তু তারপর আস্তে আস্তে মেদিনীপুর মেডিকেল ,এসএসকেএমে ,উত্তরবঙ্গ মেডিকেল এবং আরও পরে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ হসপিটাল ও প্রাইভেট হসপিটালেও কোভিদ টেস্ট শুরু হয়েছে।
এই টেস্টকে আরও বাড়ানো হবে। বর্তমানে রাজ্যে করোনা থেকে সুস্থ হওয়ার হারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় ৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফায়ার গেছে। তার মধ্যে কলকাতা মেডিকেল কলেজের ৩৯ জন।
Highlights
১. রাজ্যে গত ২৪ ঘন্টায় ২৩ টি ল্যাবে ৮৭১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২. এখনো পর্যন্ত রাজ্যে ১০২২৮২ টি নমুনা পরীক্ষা হয়েছে।
৩. করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ২.৮% .
# করোনা # চিকিৎসা # হাসপাতাল # পশ্চিমবঙ্গ