Bangla News Dunia , দীনেশ দেব :- এখন ঘরে ঘরে বাতের ব্যথার রোগী রয়েছেন। অনেকেই সেই ব্যথা থেকে রেহাই পেতে রিলিভ জেল লাগাই। কিন্তু ঘরেই রয়েছে এমন জিনিস যা থেকে সহজেই বাতের ব্যথা থেকে উপশম পাবেন। গরম তেল মালিশ করলে ব্যথা, যন্ত্রণা থেকে আরাম পাওয়া যায় ৷ পাশাপাশি হলুদগুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে জয়েন্টে মাখলে বাতের ব্যথা অনেকাংশেই কমবে।
আরো পড়ুন :- জানুন কীভাবে হল লুঙ্গি আবিষ্কার
হলুদে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া কপূর তেলও বাতের ব্যথার এক ধরনের টোটকা ৷ কর্পূর তেল রক্ত সঞ্চালন উন্নত করে এবং জয়েন্টে ব্যথা থেকে মুক্তি দেয় ৷ এক কাপ নারকেল তেলে এক চা চামচ কর্পূর গুঁড়ো মিশিয়ে অল্প করে গরম করে নিন। এছাড়াও খান আদা। আদার মধ্যে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হাঁটুর ফোলা ভাব ও ব্যথা কমাতে সাহায্য করে। ফলে এই তিন উপায় আপনি ব্যবহার করতে পারেন। অবশই উপকার পাবেন।
আরো পড়ুন :- সাবধান : ‘ভ্যাকসিন লাগালেই পাবেন ৫০০০ টাকা !’
আরো পড়ুন :- প্রসবের সময় ধর্ষণের চেষ্টা চিকিৎসকের, মুখে ঢুকিয়ে দিলো লিঙ্গ
আরো পড়ুন :- নতুন আইন, ধর্ষকদের যৌ’ন ক্ষমতা কেড়ে নেবে বিশেষ ইঞ্জেকশন !
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন