ব্ল্যাক ফাঙ্গাস ও করোনা থেকে বাঁচতে এই খাবার গুলির মাধ্যমে শরীরের ইমিউনিটি বাড়িয়ে নিন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- করোনা থেকে বাঁচার জন্য ডাক্তারের ইমিউনিটি বারাবার কথা বলেছেন সেই অনুযায়ী অনেকে খাবার ও খেয়েছেন। কিন্তু বেশিরভাগ মানুষই এখন ওই সব ভুলে আবার আগের মত খাবার খাওয়া শুরু করে দিয়েছেন। ফলে শরীরের ইমিউনিটি কমে যেতে পারে। এরই মাঝে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস যা করোনার থেকেও মারাত্মক। কারণ বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসে মৃত্যুর হার যেখানে মাত্র ২ শতাংশ সেখানে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর হার ৫০ শতাংশ।

অথাৎ ১০০ জন মানুষ করোনাতে আক্রান্ত হলে তার মধ্যে ২ জন মানুষ মারা যাচ্ছেন আর ব্ল্যাক ফাঙ্গাসে ১০০ জন আক্রান্ত হলে তাতে ৫০ জন মানুষ মারা যাচ্ছেন। এমন অবস্থায় করোনা আক্রান্তদের মধ্যেই এই ফাঙ্গাস বেশি পাওয়া যাচ্ছে। আর তাদের ইমিউনিটি দুর্বল হওয়ায় এই ফাঙ্গাস খুব সহজেই তাদের কাবু করে ফেলছে। তবে এই সময় দুই দিক থেকে বিপদ।

আরো পড়ুন :- কী করে বুঝবেন শরীরে Black fungus বাসা বেঁধেছে ? তখন কি করণীয় ? জেনে রাখুন

আর এই বিপদ থেকে বাঁচতে আপনাকে এই দুই রোগের ভিত্তিতে শরীরের ইমিউনিটি বাড়াতে হবে এর জন্য প্রতিদিন ১ টি আমলকি বা শুকনো আমলকি , কাঁচা রসুন বা ভাঁজা রসুন ( কাঁচা হলে ভালো হবে ) , কয়েকটা তুলসীপাতা , এক চামচ মধু এই চারটি জিনিস প্রতিদিন নিয়ম করে আলাদা আলাদা সময়ে খেতে পারেন। এতে শরীরের ইমিউনিটি বৃদ্ধি পাবে।

আরো পড়ুন :- হার্টের সমস্যা ও রক্তনালীর ব্লক রোধে এই খাবার গুলি খুবই উপকারী

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ভ্যাকসিনের ককটেলেই হবে বাজিমাত ! কুপোকত হবে করোনা

Bangla news dunia Desk

মন্তব্য করুন