ভ্যাকসিন আবিষ্কারের দোরগোড়ায় ভারত বায়োটেক , আশার আলো দেশে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভ্যাকসিন আবিষ্কারের দোরগোড়ায় ভারত বায়োটেক। প্রতিদিন আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাড়ছে মৃত্যুও। দেশ বিদেশের বিজ্ঞানীরা রাত দিন এক করে করোনার ভ্যাকসিন তৈরির কাজ করে যাচ্ছেন। গোটা বিশ্বের মানুষ অপেক্ষায় রয়েছেন যে, কবে একটা সুখবর আসবে। ভ্যাকসিন আবিষ্কারের দিক দিয়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এদিকে রাশিয়া দাবি করছে যে, তারা করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি জানা গিয়েছে, কোভ্যাক্সিন এর প্রথম দফার ট্রায়াল বেশিরভাগ কেন্দ্রে সফলভাবে শেষ হয়েছে।

corona virus , hanta virus

ICMR এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে। জানা গিয়েছে, মানব শরীরে দ্বিতীয় দফার ট্রায়ালের জন্যে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। সব দিক ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফার ট্রায়াল শুরু হবে। ১২ টি সেন্টারে কোভ্যাক্সিন এর প্রথম দফার ট্রায়াল প্রায় একই সঙ্গে শুরু হয়েছিল। দিল্লির এইমস ছাড়া বাকি সব কেন্দ্রে ট্রায়ার সম্পূর্ণ হয়েছে। প্রাথমিকভাবে কথা ছিল যে, দিল্লি এইমস এ ক্লিনিকাল ট্রায়ালের জন্যে ১০০ জনকে নিয়োগ করবে। তবে শেষ পর্যন্ত মাত্র ১৬ জন স্বেচ্ছাসেবীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। মোট ১২টি কেন্দ্রে প্রথম দফার ট্রায়ালের জন্যে ৩৭৫ জনকে নিয়োগ করা হয়েছিল।

প্রথম দফার ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল শীঘ্রই জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে। নাগপুরের ট্রায়াল সেন্টারে ৫৫ জন সুস্থ ব্যক্তির শরীরে প্রথম দফার ভ্যাকসিন ট্রায়াল করা হয়েছে। ক্লিনিকাল ট্রায়ালের প্রধান জানিয়েছেন, প্রথম ডোজ দেওয়ার পর ২ জনের সামান্য জ্বর আসে। তবে কয়েক ঘন্টার মধ্যেই তাঁরা সুস্থ হয়ে ওঠেন। কোনও ওষুধের প্রয়োজন পড়েনি। ২ দিন আগে ৭ জনকে দ্বিতীয় দফার ডোজ দেওয়া হয়। বৃহস্পতিবার কোভ্যাক্সিন এর দ্বিতীয় ডোজ ১৩ জনকে দেওয়া হয়। নাগপুরের এই কেন্দ্র ভারত বায়োটেককে প্রথম দফার ক্লিনিকাল ট্রায়ালের প্রাথমিক ফলাফল জমা দিয়েছে।

Highlights

1. ভ্যাকসিন আবিষ্কারের দোরগোড়ায় ভারত বায়োটেক

2. ভারত বায়োটেককে প্রথম দফার ক্লিনিকাল ট্রায়ালের প্রাথমিক ফলাফল জমা দিয়েছে

#ভারত বায়োটেক #Vaccine #ICMR #COVID

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন