Bangla News Dunia, শারদীয়া রায় :- বিশেষজ্ঞরা বলছেন যে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার করা উচিত । তবে মাস্কটিকে কেবল ব্যবহার করলেই হবে না একে জীবাণুমুক্ত করতে হবে প্রতিদিন ব্যবহারের আগে। বাইরে থেকে বাড়ি ফিরে আসার পরে, 20 সেকেন্ডের জন্য সাবান দিয়ে হাত ধুতে নিতে হবে। সাথে মাস্কটিকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বাইরে থেকে কেনা মাস্কের সাথে ঘরে তৈরী মাস্কটিকেও জীবাণুমুক্ত করে ব্যবহার করা দরকার
আরো পড়ুন : – প্লাজমা থেরাপির গবেষণা শুরু চার বেসরকারি সংস্থায়
তবে এখন প্রশ্ন উঠতেই পারে যে মাস্ক কে কীভাবে পরিষ্কার করতে হবে এবং পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে হবে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাস্ককে কিভাবে জীবাণুমুক্ত করতে হবে তার পদ্ধতি জানিয়েছে
- গরম জল দিয়ে মাস্কটিকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
- কমপক্ষে পাঁচ মিনিটের জন্য একটি বড় পাত্রে সাবান গোলা গরম জলে ভিজিয়ে রাখতে মাস্কটিকে। এর পরে এটিকে কড়া রোদে শুকিয়ে নিতে হবে।
- ওয়াশিং মেশিনে ব্যবহার করেও পরিষ্কার করা যাবে। তবে এই ক্ষেত্রে কোনো ব্যাগের মধ্যে রেখে ওয়াশিং মেশিনে দিতে হবে। যদি ব্যাগে রেখে পরিষ্কার করা হয় তবে মাস্কের ‘ইলাস্টিক’ ক্ষতিগ্রস্থ হবে না। সাধারণ ‘লন্ড্রি ডিটারজেন্ট’ ব্যবহার করেই পরিষ্কার করা যাবে
- মাস্কটি যদি দাহ্য না হয় এবং এতে যদি সাধারণ কাপড়ের ফিতা থাকে, তবে কেবল ওভেনের সাহায্যে এটিকে জীবাণুমুক্ত করা সম্ভব। জীবাণুমুক্ত করার জন্য আধ ঘন্টা ওভেন 158 ডিগ্রিতে মাস্কটিকে রাখতে হবে।
- এছাড়াও, বৈদ্যুতিক ইস্ত্রির সাহায্যে “মাঝারি” বা মাঝারি তাপমাত্রায় আধা ঘন্টা ধরে উত্তপ্ত করা হলেও এটিকে জীবাণুমুক্ত করা যাবে।
আরো পড়ুন : – লকডাউনে খিদে না লাগার কারণ ?
# মাস্ক । # করোনা ভাইরাস