Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মুখে ব্রণ ভর্তি হয়ে গেছে| মুখে গোটা বেরনো বা ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা। কিন্তু যখন এই সমস্যা হয়, তখন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বয়ঃসন্ধির সময় তো বটেই নানা বয়সেই এই সমস্যা হতে পারে। লোমকূপের তলায় তৈলনিঃসরণ গ্রন্থি এবং মৃত কোষের জুগলবন্দিতে এই সমস্যা হয়।
ব্রণ বেরলে অনেকেই দৌড়ন চিকিৎসকের কাছে। আবার অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। কিন্তু বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যার।
দেখুন মুক্তির উপায়—
১. শসা থেঁতো করে মুখে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ।
২. শসা গোল করে কেটে অন্তত একঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। সেই জল খেয়েও নিতে পারেন, বা ওই জল দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন।
৩. ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাঁদের মুখে ব্রণ বা গোটা বেরয়, তাঁরা টুথপেস্ট ব্যবহার করে উপকার পেতে পারেন।
৪. তবে বেশি নয়, খুব অল্প পরিমাণে ব্যবহার করুন ব্রণ জায়গায়। সমস্যা না হলে পরিমাণ বাড়ান।
৫. গ্রিন টি ব্রণ বিরুদ্ধে খুবই কার্যকরী। গরম জলে গ্রিণ টি বানান। তারপর সেই গ্রিন টি একদম ঠান্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন।
৬. তুলোয় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভালো করে ত্বকের ওপর মিশতে পারবে চায়ের মিশ্রণটি।
৭. এক-দু কোয়া রসুন দুটুকরো করে কেটে নিন। তারপর ব্রণর জায়গায় রসটা লাগান।
৮. লেবুর রসের সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে, রাতে শুতে যাওয়ার আগে সেটা ব্রণর ওপর লাগিয়ে রাখতে পারেন।
Highlights
1. মুখে ব্রণ ভর্তি হয়ে গেছে ?
2. বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যার
#Health