যেকোন বয়সে হতে পারে স্ট্রোক ! দেখুন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যস্ততা বাড়ছে মানুষের। বাস্তবের ইঁদুর দৌড়ে শরীর খেয়াল রাখা হয় কই ? সমস্যা জমতে জমতে রোগের পাহাড় তৈরি হয়ে যায়, টের পাওয়া যায় না। ফল? স্ট্রোকের মতো বিপজ্জনক সমস্যা। যা অনেকে তোয়াক্কাও করে না।

মস্তিষ্কে রক্তক্ষরণ বা হঠাৎ রক্ত চলাচল বন্ধ হওয়া— সাধারণত এই দুই অবস্থাকে স্ট্রোকের আওতায় ফেলা হয়। শুরুতেই যদি এই সমস্যার লক্ষণ গুলি চিহ্নিত করা সম্ভব হয় চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়। কেমন এই লক্ষণ ?

১. স্ট্রোকের প্রভাবে শরীরের একাংশ দুর্বল হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে শরীর অসাড় হতে থাকে।

২. স্ট্রোক হলে কথা জড়িয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পায়ের জোর কমতে থাকে।

diana collage

৩. শরীরের ভারসাম্যের সমস্যা হতে পারে। হাঁটা-চলায় সমস্যা হতে পারে। পড়ে যাওয়ার ফল আরও খারাপ হতে পারে।

৪. স্ট্রোকের প্রভাবে অসম্ভব মাথা যন্ত্রণা হতে পারে।

৫. অনেক সময় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। সব কিছু যেন আবছা দেখতে লাগে।

এমন লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসা শুরু করতে যেন দেরি না হয় ! তাহলে মারাত্মক বিপদ হতে পারে। শরীরের খেয়ালও রাখতে হবে। কারণ অনিয়মিত জীবনযাপন, বাড়তি ওজন ও রক্তচাপ স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর যেকোনও বয়সে এই সমস্যা হতে পারে। তাই সুস্থ সবল জীবনযাপন করুন। আনন্দে থাকুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন