Bangla News Dunia, সমরেশ দাস :- রাতে ভালো ঘুম কে না চাই । আর এক রাশ ঘন কালো চুল আমাদের সবার পছন্দের । আমরা স্বপ্নেও ভাবতে পারিনা যে আমাদের চুলের কোনো সমস্যা হয় ।
এই সমস্ত সমস্যা আজ কে দূর করুন । বানিয়ে ফেলুন অনিয়ন হেয়ার অয়েল । আর এর নামেই রয়েছে গুণের কথা। পেঁয়াজ এমন একটি উপাদান যা মাথার চুলকে গোড়া থেকে শক্ত করে। নতুন চুল উঠতে সাহায্য করে। জানেন কি বাড়িতেই খুব সহজে বানানো যায় এই তেল।
এই তেল বানানোর জন্য প্রথমেই চার থেকে পাঁচটা মাঝারি আকারের পেঁয়াজ নিন। সেটাকে পিস করে কেটে নিন। এবার এতে চার টেবল চামচ বাড়িতে থাকা নারকেল তেল মেশান। এবং দুই চা চামচ কাস্টার ওয়েল মেশান। ভাল করে মিক্সিতে পেস্ট করে নিন।
এবার মিশ্রণে ফের দুই টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এর পর গ্যাসে খালি লোহার পাত্র গরম হতে দিন। পাত্রটি গরম হয়ে গেলে মিশ্রণটি দিয়ে। লাল হতে দিন। যতক্ষণ না লাল হয় চামচ দিয়ে নাড়তে থাকুন। এর পর নামিয়ে নিয়ে ঠাণ্ডা করুন।
পরিস্কার কাপড় দিয়ে ভাল করে ছেঁকে নিয়ে অন্য পাত্রে রাখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা মাথা ও চুলে ভাল করে মেখে নিন। এই মিশ্রণটি আপনি এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন। অতএব মাত্র দশ মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন অনিয়ন হেয়ার অয়েল।
Highlights
১. রাতে ঘুম ও চুল ভালো রাখতে আজি বানিয়ে ফেলুন অনিয়ন হেয়ার অয়েল
২. এই তেল বানানোর জন্য প্রথমেই চার থেকে পাঁচটা মাঝারি আকারের পেঁয়াজ নিন
৩. এবার এতে চার টেবল চামচ বাড়িতে থাকা নারকেল তেল মেশান
#OnionHairOil #HairOil