রোগ প্রতিরোধে গোলমরিচ এর নানাবিধ উপকারিতা জানলে অবাক হবেন !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, সুমিত দাস :- গোলমরিচ একটি মশলা। যা প্রায় সমস্ত ভারতীয় খাবারেই স্বাদ বারবার জন্য ব্যবহার করা হয়। মূলত বেশ কিছু নিরামিষ ও আমিষ খাবারে এই গোলমরিচ ব্যবহার করা হয়। এই গোলমরিচ খাবারের স্বাদ বারবার পাশাপাশি আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।  চলুন দেখে নেওয়া যাক এর উপকারিতা গুলি কি কি।

১. অনিদ্রা :- বর্তমান সময়ে অনিদ্রা একটি খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই অনিদ্রা বিভিন্ন কারণে হয়ে থাকে , এর থেকে রক্ষা পেতে মানুষ ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়ে থাকেন। কিন্তু এই গোল মরিচের গুঁড়ো হালকা একটু নিয়ে চোখে কাজলের মতো লাগালে অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায়।

lady comfy

২. আমাশয়  :- আমাশয় থেকে মুক্তি পেতে , প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৫-৭ টি গোলমরিচ বেটে হালকা গরম জলের সাথে খেলে এর থেকে মুক্তি পাবেন।

আরো পড়ুন :- পোড়া তেলকে বিশুদ্ধ করবেন কিভাবে ? জেনে নিন পদ্ধতি

৩. বেথা – বেদনায় :- শরীরের কোনো অংশে বেথা – বেদনা হলে ৫-৭ টি গোলমরিচ গুঁড়ো করে খালি পেটে হালকা গরম জলের সাথে খান উপকার পাবেন।

৪. প্রসাবে জ্বালা :- বিভিন্ন কারণে মানুষের প্রসাব করার সময় জ্বালা হয়ে থাকে। এর থেকে মুক্তি পেতে প্রতিদিন ৫-৭ টি গোলমরিচ গুঁড়ো করে মিছরির সাথে মিশিয়ে শরবত করে খান। দিনে দুবার করে খেতে পারেন উপকার পাবেন।

৫. টাক পড়া :- টাক পড়া একটি রোগ। যা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে দেখা যায়। এই রোগ থেকে মুক্তি পেতে গোলমরিচ গুঁড়োর সাথে সৈন্ধব লবন মিশিয়ে টাকে লাগান চুল গজাবে।

আরো পড়ুন :- শীতের শুরুতেই পা ফাটছে ? মুক্তি পান ঘরোয়া উপায়ে

Highlights:- 

১. প্রসাবের জ্বালা দূর করতে উপকারী গোলমরিচ। 

২. গোলমরিচ অনিদ্রা দূর করে। 

৩. ব্যাথা দূর করতে গোলমরিচ খুবই উপকারী। 

#banglanews #healthtips #healthnews #health

Bangla news dunia Desk

মন্তব্য করুন