Bangla News Dunia , দীনেশ দেব :-
১) ওজন কমানো থেকে স্মৃতিশক্তি উন্নত করা, প্রোটিনের ঘাটতি পূরণ থেকে নানা অসুখ প্রতিরোধ সমস্তই করতে পারে বাদাম।
২) প্রতিদিন যদি একমুঠো করে বাদাম খাওয়া যায়, তাহলে মধুমেহ রোগের ঝুঁকি অনেকটাই কম হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
৩) ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও কম করতে সাহায্য করে বাদাম।
৪) বিশেষজ্ঞদের মতে, যাঁদের স্নায়ুর রোগ রয়েছে,
তাঁদের জন্য অত্যন্ত উপকারী বাদাম।
আরো পড়ুন :- পুলিশ হেফাজত : জানুন কোথায় আছেন নূপুর শর্মা ?
” আমাদের কাছে আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা খবরকে বড় করার জন্য অযথা খবর না দিয়ে ,আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে জানান। আর অবশই আমাদের চ্যানেল ফলো করুন। ”
আরো পড়ুন :- মসজিদ থেকে ঘোষণা : ভারতের উপর হামলা করা হবে
আরো পড়ুন :- BREAKING : মুখ্যমন্ত্রীদের করা ARREST হলো !
আরো পড়ুন :- BREAKING :বাংলায় নতুন করে অশান্তি ARREST ২৫, ভাঙচুর ট্রেন !
#shortnews
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন