Bangla News Dunia , দীনেশ দেব :- পাতে একটি করে কাঁচালঙ্কা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। তবে শুধু স্বাদ নয়, কাঁচালঙ্কার রয়েছে একাধিক গুণ। শ্বাসযন্ত্রের উন্নতি ঘটায় কাঁচালঙ্কা। কাঁচালঙ্কায় রয়েছে বিশেষ ফাইটোনিউট্রিয়েন্টস। এটি লাং ক্যানসার, অ্যাজমা, সর্দিকাশি থেকে রিলিফ দেয়। পুরুষদের প্রস্টেট ক্যানসারে ঝুঁকি কমাতে কাঁচালঙ্কা কার্যকরী। এই ভিটামিন হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেন ভালো রাখতে সাহায্য করে। কাঁচালঙ্কা চোখও ভালো রাখে। তাই প্রতিদিন আপনার খাবার পাতে একটি করে কাঁচা লঙ্কা রাখতে পারেন , খুবই উপকার পাবেন।
আরো পড়ুন :- এক সবজিতেই কুপোকাত ডায়াবেটিস ও হার্ট অ্যাটাক
আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন :-
BREAKING : এবার যুদ্ধের ময়দানে জেলেনস্কি ! https://t.co/7rSEbXQFxP
— Bangla News Dunia (@Banglanewsdunia) June 6, 2022
আরো পড়ুন :– হজমশক্তি বাড়াবে যোগাসন, দেখুন
আরো পড়ুন :– চুল পড়া নিয়ন্ত্রণে দোসর এই খাবার গুলি
#shortnews
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন