লাল লিচু কিনছেন ! বিপদ ডাকছেন আপজনের ?

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- গরমে টকটকে লাল লিচু দেখলেই মন চায় কিনে নিতে। তবে জলে চোবাতেই উধাও রক্তবর্ণ। এই নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডা. সিদ্ধার্থ দত্ত জানিয়েছেন, যে কৃত্রিম রঙে লিচু চুবিয়ে রাখা হয় সেগুলো সবই মেটাল অক্সাইড। কপার, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতু মিশে থাকে ওই রাসয়নিকে। যা শরীরে গিয়ে ক্ষতি করছে যকৃৎ, কিডনির। মূলত তিন ধরনের রং লিচুতে মেশান হয়। রেড অক্সাইড, রোডামাইন বি আর কঙ্গো রেড। তবে আগামী দিনে বাজার থেকে লাল লিচু কেনার আগে এই কথা মাথায় রাখবেন।

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন :- 

 

আরো পড়ুন :- বিজেপির হেভিওয়েটরা ফিরতে চান তৃণমূলে ? অভিষেক

আরো পড়ুন :- মমতার বিকল্প না দিতে পারাই বিধানসভা ভোটে হার: দিলীপ

#shortnews

এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন 

Bangla news dunia Desk

মন্তব্য করুন