লুপাস, এই ভয়ংকর রোগে বেশি সংক্রমিত মেয়েরা , বিস্তারিত দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- লুপাস, এই ভয়ংকর রোগে বেশি সংক্রমিত মেয়েরা। এটিও অন্যান্য রোগের মতো একটি রোগ। ১৯৯৫ সালে প্রথম এই রোগটি সন্ধান পাওয়া যায়। এরপর খুব ধীরগতিতে আস্তে আস্তে মানুষের উপর থাবা বসিয়েছে এই রোগটি। এখনো পর্যন্ত প্রায় এক হাজার ১৩৬৬ জন মানুষকে আক্রান্ত করতে পেরেছে এই রোগটি। যতদিন এগোচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে, কোনো ভাবেই কমছে না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় লুপাস হল- সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএলই। এই রোগ হলে শরীরে একাধিক কোষ বা অঙ্গ-প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে । বৈশিষ্টানুযায়ী এসএলই একটি অটো ইমিউন ডিজিজ।

প্রসঙ্গত নিয়মিত চিকিৎসা একে নিয়ন্ত্রণে রাখতে পারে। চিকিৎসকদের গবেষণায় জানা গেছে, ইহার আক্রমণ করতে পারে সর্বনিম্ন ১৫-৮৫ এর মধ্যে যে কোনও বয়সে। এই রোগের কিছু বৈশিষ্ট্য আছে যা দেখলে বোঝা যায় আপনি লুপাস নামক ভাইরাসের শিকার। এই রোগটি হলে দীর্ঘদিন ধরে আপনার অস্থি সন্ধি ফুলে থাকবে, দীর্ঘমেয়াদি জ্বর হবে, খিঁচুনি, অস্বাভাবিক বুকে ব্যথা হবে,বিশেষত যা দীর্ঘশ্বাস নিলে বাড়বে।

রোগীর হাতের তালুতে, নাকে কানে, গলায় ঘা, লালচে প্রস্রাব, আঙুলের গোড়ার রঙ বদলে যাওয়ার মতো উপসর্গও দেখা যায়। তবে এটি সকলের জানা উচিত, এই রোগটি কোনভাবেই সংক্রমিত রোগ নয়। তাই এই রোগটি কারোর হলে তাকে অচ্যুত ভাবা উচিত নয়। এই রোগটির সাথে যৌন মিলনের কোন সম্পর্ক নেই।কাজেই একমাত্র রোগীর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা করলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায় এই রোগ টির হাত থেকে।

Highlights

1. লুপাস, এই ভয়ংকর রোগে বেশি সংক্রমিত মেয়েরা

2. প্রয়োজনীয় চিকিৎসা করলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায় এই রোগ টির হাত থেকে

#লুপাস #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন