Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শরীরে আঁচিল নিয়ে সমস্যা ? শরীরের একটি সমস্যা হল আঁচিল। কোনো সময় ভাইরাসের আক্রমণে আঁচিলের সমস্যা হয় তাকে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কিন্তু গলায়, আঙুলের ভাঁজে, চোখের পাতায় কিংবা শরীরের স্পর্শকাতর জায়গায় যদি আঁচিল হয় সেটা বেশি সমস্যার। কখনো হোমিওপ্যাথি ওষুধ খেলে আঁচিল সেরে যায় আবার বেশি সমস্যা হলে অপারেশন করাতে হয়। কিন্তু কিছু ঘরোয়া টোটকায় দূর করা যায় আঁচিল।
এক নজরে দেখুন ——
১. এক চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে হাফ চামচ বেকিং সোডা দিয়ে পেস্ট বানান। তারপর সেটা আঁচিলের উপর ১৫ মিনিট লাগিয়ে ভালো করে ম্যাসেজ করুন। কিছুটা রেখে শুকিয়ে গেলে ধুয়ে নিন।
২. রোজ দিনে ২ বার তুলোয় করে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে আঁচিলে লাগান। টানা ১ মাস করলে আঁচিল ঝরে পড়বে। কিন্তু চোখের ক্ষেত্রে সাবধান।
৩. একটু তুলোয় টি ট্রি অয়েল নিয়ে আঁচিলের উপর ১০ মিনিট রাখুন। টানা ২ সপ্তাহ করলে আঁচিল ঝরে পড়বে।
৪. রোজ রসুন থেঁতো করে নিয়ে অল্প করে আঁচিলে লাগান। শুকিয়ে গেলে ঘষে তুলে দিন। আঁচিলের জন্য রসুনের রস খুব ভালো।
আরো পড়ুন :- যোগেই হবে রোগ মুক্তি ! বিস্তারিত জানুন
৫. রোজ অ্যালোভেরার রস আচিলে লাগান তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
৬. আনারসের ছোট টুকরো থেঁতো করে তার সঙ্গে নুন মিশিয়ে লেই বানান। সেটা আচিলে লাগান আঁচিল উঠে যাবে।
এই সকল উপায়ে আপনি আঁচিলের সমস্যা দূর করতে পারেন।
Highlights
1. শরীরে আঁচিল নিয়ে সমস্যা ?
2. মুক্তি পান ঘরোয়া টোটকায়
#Health