Bangla News Dunia, অজয় দাস :- শীত শুরু হতে না হতেই আমাদের হাত , পা , মুখ ও শরীর শুস্ক হতে শুরু করে। আর তার সাথে যদি উত্তরে হাওয়া থাকে তবে তো ত্বকের শুস্কতার পরিমান বেড়ে যায়। আর এই শুস্ক ত্বক দেখতে খুবই খারাপ লাগে। এমনকি ত্বক শুস্ক থাকলে কোনো কাজ করতেও মন বসে না। তাই শীতের শুরুতেই আমাদের ত্বকের যত্ন নেওয়া উচিত।
শুস্ক ত্বকের যত্নের কয়েকটি উপায় জেনে রাখুন।
১. গোলাপ জলের সাথে গ্লিসারিন :- গোলাপ জল একটি ভালো জিনিস এটা আমরা সকলেই জানি আর এই গোলাপ জলের সাথে গ্লিসারিন মিশিয়ে আমাদের শুস্ক ত্বকের উপর তুলো দিয়ে ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারি।
আরো পড়ুন :- শীতে সুস্থ থাকতে চান ! জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
২. গ্লিসারিন :- শীতের যে সকল প্রোডাক্ট বাজারে পাওয়া যায় তার প্রায় বেশির ভাগের মধ্যেই গ্লিসারিন ব্যবহার করা হয়। এই গ্লিসারিন আপনি সরাসরি ও আপনার ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না বললেই চলে। তাই শীতে গ্লিসারিন ত্বকে ও মুখে সরাসরি ব্যবহার করতে পারেন। এছাড়া সামান্য কিছু জলের সাথে মিশিয়ে ও এই গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এতে গ্লিসারিনের চটচটে ভাব একটু কম হবে।
৩. লেবুর রসের সাথে গ্লিসারিন :- লেবুর রস , গ্লিসারিন ও গোলাপ জল একসাথে মিশিয়ে ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন। এটি ক্লিনাইজারের কাজ ও করবে। এর ফলে ত্বককে যেমন রুক্ষ-শুস্ক হতে দেবেনা তেমনই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। মুখের মধ্যে থাকা কালো দাগ দূর করতে এই উপাদান খুবই উপকারী। এছাড়া ত্বকের আদ্রতা বজায় রাখবে এই গ্লিসারিন।
আরো পড়ুন :- ত্বকের জেল্লা ফেরাতে পান করুন এই বিশেষ পানীয়
Highlights:-
১. শীতকালে ত্বকের শুস্কতা রাখতে ব্যবহার করুন গ্লিসারিন।
২. গ্লিসারিনের সাথে দরকার পড়লে জল ব্যবহার করতে পারেন।
৩. গ্লিসারিনের সাথে লেবুর রস ও গোলাব জল মিশ্রিত করে একটি ভালো ময়শ্চারাইজার তৈরি করতে পারেন।
#banglanews #healthnews #healthtips #health