Bangla News Dunia, অজয় দাস :- প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সুন্দর সহজ করেছে তেমনই প্রযুক্তির ভুল ব্যবহার মানুষের জীবনে আনতে পারে মারাত্মক বিপদ , এটা প্রায় আমরা সকলেই জানি। বর্তমানে প্রায় মানুষ তার কম্পিউটার , ল্যাপটপ বা মোবাইল ফোনের শব্দ শোনার জন্য হেডফোন ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞদের হেডফোনের বেশি ব্যবহার আমাদের জীবনে মারাত্মক ক্ষতি করতে পারে।
১. বিশেষজ্ঞদের মতে , হেডফোন থেকে কিছু তড়িৎ – চম্বুকীয় তরঙ্গ তৈরী হয় , যা মানুষের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে।
আরো পড়ুন :- রাশ টানুন রোজকার ধূমপানে ! দেখুন কিছু উপায়
২. বেশির ভাগ মানুষই হেডফোনে বেশি শব্দ দিয়ে গান অথবা অন্য কিছু শোনেন। হেডফোনে যদি ৯০ ডেসিবেলের বেশি শব্দ শোনা হয় তবে তা আমাদের শ্রবণ শক্তির উপর প্রভাব ফেলে। যার ফলে মানুষ আসতে আসতে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারে।
৩. হেডফোন সর্বদা কানে দেবার ফলে কানে সঠিক ভাবে বায়ু চলাচল করতে পারে না। এই বায়ু চলাচল সঠিক ভাবে না হলে কানে সংক্রমণ দেখা দিতে পারে।
৪. বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে যে যারা হেডফোনে গান শোনেন তারা উচ্চ শব্দে গান শোনেন। যার ফলে এদের কানে জড়তা আসতে পারে।
এছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে হেডফোন কানে দিয়ে রাস্তা বা রেল লাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনার জন্য অনেকে মারা যান। কারণ হিসাবে তাদের ওই সময়ের কম কনসিয়াসনেস কে ধরা হয়।
আরো পড়ুন :- গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন ? মুক্তি পান এই ঘরোয়া উপায়ে।
এছাড়াও হেডফোন ব্যবহার করলে কম সময়ের জন্য ব্যাবহার করা উচিত ও কম শব্দ দিয়ে যে কোনো মিউজিক কিছু শোনা উচিত। তবে রাস্তায় চলতে গিয়ে হেডফোন ব্যবহার না করাই ভালো।