Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অর্ধেক সময় কাটছে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায়। ফলে গুরুতর প্রভাব পড়ছে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যে। আরো বেশি স্বচ্ছ এবং সাবধানতা অবলম্বন করতে হবে ফেসবুককে। সম্প্রতি এই কথা উল্লেখ করে ফেসবুককে খোলা চিঠি পাঠালো একদল গবেষক। গবেষকরা ফেসবুকের এক্সিকিউটিভদের জানান, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য গবেষণায় স্বচ্ছতা আনতে হবে। তারা বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর গবেষণা এবং তদারকির জন্য একটি ট্রাস্ট তৈরি করতে বলেছে।
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সই করা চিঠিতে লেখা হয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার সংস্থার একটি দায়বদ্ধতা রয়েছে। ফেসবুক ব্যবহারের ফলে বাচ্চাদের মনে এবং মানসিক স্বাস্থ্য প্রভাব পড়ছে তা নিয়ে কড়া সমালোচনা করেছেন গবেষণক মহল। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ইনস্টাগ্রাম বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাদের মতে, ফেসবুকের গবেষণার পদ্ধতি বেশ সন্দেহজনক এবং কিছু ক্ষেত্রে গোপনীয়। এই বিষয়ে আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ফেসবুকের।
প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রামের তরফে ক্ষতিকর এবং আপত্তিজনক কন্টেন্ট থেকে শিশুদের দূরে রাখতে সেফগার্ড টুল নিয়ে আসা হয়েছেম বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটি মানুষ অবসর সময় কাটাতে, সামাজিকীকরণ বা ব্যবসার জন্য ফেসবুকের এই প্লাটফর্ম গুলি ব্যবহার করে। তবে ভার্চুয়াল পরিবেশ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। আশঙ্কা করছেন গবেষকরা।
অন্যদিক সম্প্রতি ফেসবুকের কর্পোরেট নাম বদলেছেন মার্ক জুকারবার্গ। নতুন নাম রাখা হয়েছে মেটা। নিয়ে আসা হয়েছে একগুচ্ছ ফিচারও। কড়া সমালোচনার পর ফেসবুক অধীনস্ত প্ল্যাটফর্ম গুলিতে স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে কী পদক্ষেপ নেন মার্ক জুকারবার্গ তাই এখন দেখার।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল