সুস্থতার হারে নয়া রেকর্ড রাজ্যের ! দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সুস্থতার হারে নয়া রেকর্ড রাজ্যের ! রাজ্যে করোনা সংক্রমণ সামান্য হলেও কমল। শনিবার সন্ধের বুলেটিনে জানা গিয়েছিল রাজ্যে একদিনে আক্রান্ত ২৪০৪ জন। আজ স্বাস্থ্য দফতরের বুলেটিন প্রকাশ হতে দেখা যাচ্ছে, রাজ্যে শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৭১৮ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ১৯ হাজার ৫৯৫ জন। এদিন রাজ্যে ৪০ জন করোনা রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৭২ জনের।

Corona Test

তবে আশার আলোও রয়েছে। এদিন সুস্থ হয়েছেন প্রায় ২১০০ করোনা রোগী। এ পর্যন্ত বাংলায় ভাল হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৭ হাজার ৭৫১ জন করোনা রোগী। পরিসংখ্যান বলছে, ডিসচার্জ রেট বা আরোগ্যের হার ৬৪.২৯ শতাংশ। শেষ কয়েক দিনের মতোই এখনও রাজ্যের করোনার হটস্পট কলকাতা। ৪০টি মৃত্যুর ১৭টিই কলকাতায় হয়েছে। শেষ চব্বিশ ঘণ্টায় এই জেলাতেই শুধু আক্রান্ত হয়েছেন ৬৪৮ জন। ৫৪২ জন আক্রান্ত হয়েছেন উত্তর চব্বিশ পরগণনায়। দিন কয়েক ধরে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে উত্তরের দুই জেলাতে। এদিনও রেকর্ড সংক্রমণ হয়েছে জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৩ জন, জলপাইগুড়িতে ৬৮ জন।

রাজ্যে এদিন ১৬ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ১৮৫ জনের। আশার আলোও রয়েছে দেশে। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত প্রায় ৩৭ হাজার।

Highlights

1. সুস্থতার হারে নয়া রেকর্ড রাজ্যের !

2. আশার আলোও রয়েছে দেশে

#COVID #Recovery

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন