স্কুলে ঋতুমতী ছাত্রীদের জন্য নয়া নীতি আসছে, জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্কুল পড়ুয়া কিশোরীদের ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতা বিধি নীতি চালু করতে চলেছে কেন্দ্র। সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, ‘স্কুলছাত্রীদের জন্য ঋতুস্রাব স্বাস্থ্যবিধি নীতি’ অনুমোদন করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যার নির্যাস, ঋতুমতী  স্কুলছাত্রীরা স্কুলেই বিনামূল্য স্যানিটারি ন্যাপকিন পেতে পারে।

স্কুলে মিলবে বিনামূল্যে স্যানিটারি প্যাড

বস্তুত, কংগ্রেস নেত্রী ও সমাজকর্মী জয়া ঠাকুর সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, ঋতুমতী স্কুলছাত্রী, মূলত ক্লাস ৬ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হোক। এছাড়াও প্রতিটি স্কুলে মেয়েদের জন্য পৃথক টয়লেট থাকুক।  সেই মামলায় সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, ঋতুস্রাব স্বাস্থ্যবিধি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুমোদন দিয়ে দিয়েছে। ২০২৩ সালের ১০ এপ্রিল এ নিয়ে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল আদালত। সোমবার সেই নিয়ে জবাব চাইলে কেন্দ্র জানায়, স্কুল পড়ুয়া ঋতুমতী ছাত্রীদের পরিচ্ছন্নতা নিয়ে নয়া নীতি নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ২ নভেম্বর তাতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

ঋতুমতী স্কুল ছাত্রীদের জন্য বিশেষ নীতি

হলফনামায় বলা হয়েছে, ‘স্কুলছাত্রীদের মধ্যে ঋতুস্রাবে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করা, ঋতুস্রাব সম্পর্কে শিক্ষা, ব্যবহার ও সামাজিক লজ্জাবোধকে কাটিয়ে তোলার জন্যই মূলত এই নীতি প্রণয়ন করার উদ্দেশ্য।’ তবে নীতি প্রণয়নের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের সঙ্গে আলোচনা করবে কেন্দ্র। যাতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ঋতুস্রাব সম্পর্কিত দ্রব্য সহজেই পেতে পারে স্কুলছাত্রীরা।

স্কুলে মেয়েদের পৃথক টয়লেট

কেন্দ্র জানিয়েছে,ছাত্রীদের সামাজিক লজ্জা কাটিয়ে যাতে ঋতুস্রাবের একটি  স্বাস্থ্যকর ব্যবস্থা স্কুলগুলিতে করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। একই সঙ্গে তা পরিবেশবান্ধবও হবে। এর আগে আদালেতে কেন্দ্র জানিয়েছিল, দেশের ৯৭.৫ শতাংশ সরকারি, বেসরকারি স্কুলেই মেয়েদের জন্য পৃথক শৌচাগার রয়েছে।পশ্চিমবঙ্গের উল্লেখ করে কেন্দ্র জানায়, রাজ্যের ৯৯.৯ শতাংশ স্কুলে মেয়েদের পৃথক শৌচাগার রয়েছে। উত্তরপ্রদেশে হার ৯৮.৮ শতাংশ।

#END

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন