হাতুড়ে ডায়েটিশিয়ান হইতে সাবধান! দেখেনিন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- স্বাস্থ্য সচেতনতার দিকে নজর রেখে ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের পরামর্শ নেন অনেকেই। বিশেষত, কারো ওজন কমানো-বাড়ানো, কোনও শারীরিক অসুস্থতা, মাতৃত্বকালে অনেকেই আজকাল একবার হলেও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে থাকেন। এক্ষেত্রে , হাতুড়ে ডায়েটিশিয়ান হইতে সাবধান! পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন সচেতনতার।

শুধু সামনাসামনিই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে থাকেন অনেকেই। তবে, সেক্ষেত্রে ডায়েটিশিয়ানের শিক্ষাগত ডিগ্রি, অন্যান্য ক্লায়েন্টদের রিভিউ ইত্যাদি মাথায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। কম সময়ে অধিক ওজন হ্রাসের প্রতিশ্রুতিতে না ভেসে আগে লক্ষ্য রাখুন অন্য দিকগুলিতেও। নয় তো ভুল ডায়েট চার্টে হিতে বিপরীত হতে পারে। কোনও অজানা সূত্র থেকে ওজন কমানো বা বাড়ানোর পাউডার বা পিল গ্রহণ না করাই ভাল।

ন্যূনতম সচেতনতা গুলি নিতে হবে ——

১. অ্যাপ্লায়েড নিউট্রিশন এন্ড ডায়েটিক্স-এ স্নাতক বা স্নাতকোত্তর। অথবা, ক্লিনিকাল নিউট্রিশন এন্ড ডায়েটিক্স-     এ স্নাতকোত্তর।

২. স্পোর্টস নিউট্রিশন, ফুড সায়েন্স নিউট্রিশনে স্নাতকোত্তর।

৩. নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স-এ স্নাতকোত্তর ডিপ্লোমা।

৪. কম সময়ে বিপুল পরিমাণ ওজন কমিয়ে মোটা থেকে রোগা হওয়ার বিজ্ঞাপন থেকে সাবধানে থাকা                প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৫.কোনও অজানা ওয়েবসাইট বা বই থেকেও হঠাৎ নতুন ডায়েটে প্রবেশ না করাই শ্রেয়।

protin dite , corona virus

শারীরিক সুস্থতার জন্য প্রতিটি ব্যক্তির বয়স, জীবনযাপন, শারীরিক গঠন ইত্যাদি মাথায় রেখে গুরুত্বপূর্ণ হিসেব নিকেষের মাধ্যমে বিশেষ খাদ্যতালিকা তৈরি করেন পুষ্টিবিদরা। তাছা়ড়া কোনও শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বিশেষ খাদ্যাভাসের প্রয়োজন হলেও পরামর্শ নিন অভিজ্ঞ পুষ্টিবিদের।

Highlights

1. হাতুড়ে ডায়েটিশিয়ান হইতে সাবধান!

2. বিশেষ খাদ্যাভাসের প্রয়োজন হলেও পরামর্শ নিন অভিজ্ঞ পুষ্টিবিদের

# Health # Nutrition 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন