Bangla News Dunia , Pallab : মায়াজম হোমিওপ্যাথিক চিকিৎসা বিধান মতে, মায়াজম হল রোগের মূল কারণ এবং জীবাণু গুলো হল উত্তেজক কারণ। যে সকল প্রাকৃতিক অদৃশ্য কারণসমূহ হইতে রোগ উৎপত্তি হয়, সে সকল কারণ সমূহকে মায়াজম বলে।
আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য
🌷মায়াজম ৪ প্রকার –—
🍁সোরা
🍁️সিফিলিস
🍁️সাইকোসিস
🍁️টিউবারকুলার
★★সোরার লক্ষণ :
🔥সর্বদা ভীতিপূর্ণ, পরিপূর্ণ, অবসাদগ্রস্ত, শ্রমবিমুখ।
🔥মেজাজ খিটখিটে সামান্য মতের অমিল হলে ক্ষিপ্ত হয়।
🔥স্বার্থপরতা কিন্তু নাটকীয় উদারতা দেখায়।
🔥অস্বাভাবিক ক্ষুধা, খেলে আবার ক্ষুধা লেগে যায়।
🔥অসম্ভব চুলকানি, চুলকানোর পর জ্বালা।
🔥️হাত পায়ের তলা জ্বলে।
🔥️দেহের বর্জ নির্গমন পথগুলি লাল বর্ণের।
🔥যে কোন স্রাব নির্গমনে আরাম বোধ।
🔥দাঁতে, মাড়ীতে ময়লা জমে।
🔥কেবলই শুয়ে থাকতে চায়।
🔥নোংরামি পছন্দ।
🔥স্নয়ুকেন্দ্রে প্রবল বিস্তার করে কিন্তু যান্ত্রিক পরিবর্তন ঘটে না।
🔥যে কোন সময় রোগাক্রমন বা বৃদ্ধি ।
🔥চোখে নানা রং দেখে ও দৃষ্টিভ্রম হয়।#End