Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ৭ দিনে চুল ঝরা বন্ধ করুন ! আপনার চুলের যত্নে তেজপাতার জরুরি ভূমিকা রয়েছে। আপনি জানেন কি ? আপনারা যাঁরা চুল ওঠার সমস্যায় ভুগছেন তাহলে একবার তেজপাতার রস ব্যবহার করে দেখুন। আপনি মাত্র ৭ দিন ব্যবহার করলেই দারুন ফল পাবেন। শুধু চুল ওঠা বন্ধ নয়, খুশকির সমস্যা আর চুলের রুক্ষতা কমাতেও দারুণ কার্যকর হলো তেজপাতা।
কীভাবে নিয়মিত তেজপাতা ব্যবহার করে সহজেই নির্মূল করতে পারবেন চুলের সমস্যা —–
১. একটা পাত্রে ১ লিটার জল গরম করুন। জল ফুটে গেলে কয়েকটা তেজপাতা দিয়ে দিন। তেজপাতা সমেত জলটা ৫ থেকে ৬ মিনিট ফুটতে দিন। তারপর নামিয়ে ঠান্ডা করে তেজপাতা তুলে ফেলে দিন। এই তেজপাতার রস যুক্ত ফোটানো জলটা দিয়ে চুল আর মাথা নিন। প্রতিদিন ব্যবহার করুন।
২. কয়েকটা তেজপাতা প্রথমে গুঁড়ো করুন। তারপর নারকেল তেলে ওই পাতার গুঁড়োটা ঢেলে দিন। নারকেল তেলের বদলে অলিভ অয়েল নিতে পারেন। তেলটা মিনিট ৫ হালকা গরম করে নিন। তারপর এই গরম তেলে তুলো ভিজিয়ে চুলের গোড়ায় খুব ভালো করে মাসাজ করুন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। তাছাড়া কন্ডিশনার মাখতেও ভুলবেন না।
আপনি সপ্তাহে ১ দিন ব্যবহার করলে ঘেঁষবে না খুশকি।
আরো পড়ুন :- ঋতু পরিবর্তনে গলাব্যথার সমস্যা ? সমাধান ঘরোয়া টোটকায়
৩. ২ কাপ জলে কয়েকটা তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। ফুটে গেলে তেজপাতা ফেলে দিয়ে জল ছেঁকে নিন। শ্যাম্পু করা চুলে এই জল দিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
চুলের রুক্ষতা কমবে।
এই কিছু উপায়ে চুল ভালো রাখুন।
Highlights
1. ৭ দিনে চুল ঝরা বন্ধ করুন !
2. এই কিছু উপায়ে চুল ভালো রাখুন
#চুল #Health