HS Pass Job 2025: উচ্চ মাধ্যমিক পাসে রেলে চাকরি ৩০৫৮ পদে কর্মী নিয়োগ,আবেদন শুরু হলো – দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! শুরু হয়ে গেলো উচ্চ মাধ্যমিক পাশে RRB NTPC অনলাইন আবেদন প্রক্রিয়া। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) প্রকাশ করেছে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC)–এর UG লেভেলের নিয়োগ বিজ্ঞপ্তি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।আবেদন করতে হবে অনলাইনে। ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

বয়সসীমাঃ– প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি হিসাবে। তবে এস সি, এস টি দের পাঁচ বছর ও ওবিসি প্রার্থীর তিন বছর বয়সসীমা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় যেসব পদে আবেদন করতে পারবে সেগুলো দেখে নিন –

১. কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক: পদসংখ্যা: ২৪২৪

যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ও ওবিসি প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য শুধুমাত্র পাশ নম্বরই যথেষ্ট।

বেতন স্কেল: ২১ হাজার ৭০০ টাকা ।
এছাড়াও মেডিক্যাল স্ট্যান্ডার্ড- B2 ( মাঝারি ফিটনেস ও ভালো দৃষ্টিশক্তির প্রয়োজন পড়বে আবেদনকারীর)

২. অ্যাকাউন্টস ক্লার্ক-কাম-টাইপিস্ট: পদসংখ্যা: ৩৯৪

যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ও ওবিসি প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য শুধুমাত্র পাশ নম্বরই যথেষ্ট। এছাড়াও, প্রার্থীর কম্পিউটারে ইংরেজি বা হিন্দি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১৯ হাজার ৯০০ টাকা।

৩. জুনিয়র-ক্লার্ক-কাম-টাইপিস্ট: পদসংখ্যা: ১৬৩

যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ও ওবিসি প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ নম্বরই যথেষ্ট। এছাড়াও, প্রার্থীর কম্পিউটারে ইংরেজি বা হিন্দি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১৯ হাজার ৯০০ টাকা।

৪. ট্রেন ক্লার্ক: পদসংখ্যা: ৭৭

যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ও ওবিসি প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ নম্বরই যথেষ্ট।

বেতন স্কেল: ১৯ হাজার ৯০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা RRB NTPC অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি: এই নিয়োগ প্রক্রিয়া হবে দুটি ধাপে। প্রথমে থাকবে কম্পিউটারভিত্তিক পরীক্ষা (CBT-১ ) যা হবে ১০০ নম্বরের পরীক্ষা ৯০ মিনিট সময়ে এরপর নথি যাচাই ও মেডিকেল পরীক্ষা। এরপর (CBT -২)১২০ নম্বরের পরীক্ষা ৯০ মিনিটে হবে অর্থাৎ প্রথম CBT পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন, আর দ্বিতীয় CBT পরীক্ষায় থাকবে ১২০টি প্রশ্ন। তারপরে নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা হবে।

আবেদন ফি: ওবিসি ও জেনারেল প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা, তবে যদি তারা CBT-১ পরীক্ষায় বসে, তাহলে ৪০০টাকা ফেরত পাবেন। এছাড়াও মহিলা, এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ফি ২৫০, যা পরীক্ষায় বসলে সম্পূর্ণ ফেরত দিয়ে দেবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো ভাবে দেখুন, এরপর আবেদন করুন।

RRB NTPC UG Recruitment Notification:  DOWNLOAD

RRB NTPC UG Online Apply Link:  Apply Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন