উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দুটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার পর মুখ্যমন্ত্রী আমাকে জামাই আদর করে গ্রহণ করবেন’, ফের একবার তৃণমূল সুপ্রিমো (CM Mamata Banerjee) এবং দলের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (MLA Humayun Kabir)।
২০২৬ বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) হুমায়ুন কবীরকে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে শনিবার হুমায়ুনের কবীর বলেন, ‘ভরতপুরে কমিটি এখনও ঝুলিয়ে রেখেছে। কমিটি ক্লিয়ার করবে। গত ১৭ ফেব্রুয়ারি আমাদের মনোমত প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছি। সেই প্যানেল অনুযায়ী নেতৃত্ব ঘোষণা হলে ভোটে লড়ব। না হলে মুর্শিদাবাদের (Murshidabad) দুটি আসনে ভোটে লড়ব। রেজিনগর আর বেলডাঙায় লড়ব। দুটো সিটেই জিতে দেখাব। তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব। গিয়ে জামাই আদরে আবার দলে ঢুকব। ৪৩ বছর ধরে রাজনীতি করছি। আমার পলিসি এখনই বলব না।’
তবে তিনি কি ফের প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নের জবাবে পোড়খাওয়া রাজনীতিক হুমায়ুন বলেন, ‘সব সময় বলবে। তবে আমি কিন্তু দলের অনুগত প্রার্থী হয়েই থাকবো।’