আই ফর ইন্ডিয়া কনসার্টে তারকা সমাগম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, শারদীয়া রায় :- রবিবার রাতে কোভিড -১৯ এর স্বাস্থ্যকর্মীদের  সমর্থনে অনুষ্ঠিত ‘ইন্ডিয়াস স্টার-আই ফর ইন্ডিয়া(I For India)’  অনলাইন কনসার্টে এ পর্যন্ত আনুমানিক ৫২ কোটি অর্থ সগ্রহ করা হয়েছে  বলে অন্যতম আয়োজক পরিচালক কারণ জোহরের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এর  তিনি এই শোতে উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।

 

ভারতের সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই কনসার্টটি একসঙ্গে প্রায়  দশ হাজারের বেশি মানুষ দেখেছেন। ৭০ জনের বেশি তারকা অংশ নিয়েছেন এই কনসার্টে। ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ এর অনুকরণে আয়োজন করা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’ কনসার্টের।  ফান্ড তোলার পাশাপাশি এই কনসার্টের মাধ্যমে সম্মান  জানানো হয়েছে স্বাস্থ্যকর্মীদের। প্রসঙ্গত উল্লেখ্য  স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাস মোকাবিলায়  অগ্রভাগে যারা নেতৃত্ব  দিচ্ছেন তাদের সাহায্যার্থে   ঘরে বসেই ‘দ্য ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শিরোনামে ভার্চুয়াল কনসার্টে অংশ নিয়েছিলেন  একঝাঁক আন্তর্জাতিক  তারকা শিল্পী। যৌথভাবে আট ঘণ্টার এই বৈশ্বিক অনুষ্ঠানের  আয়োজন করে গ্লোবাল সিটিজেন মুভমেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরো পড়ুন :- আর্থিক সংকটে ফ্রি চ্যানেলই এখন বিনোদনের একমাত্র ভরসা

রবিবার ফেসবুকে সরাসরি প্রচারিত মেগা ফান্ডারাইজার কনসার্টে আই ফর ইন্ডিয়াতে হলিউড এবং বলিউডের প্রচুর তারকাকে  অংশগ্রহণ  করতে দেখা গেছে। অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, এবং করণ জোহর সহ আরও অনেক তারকা পরিচালক জোয়া আক্তারের সাথে  এই শোতে অংশ নিয়েছিলেন।    পাশাপাশি উপস্থিত ছিলেন  প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস, আনুশকা শর্মা এবং বিরাট কোহলি, কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান এবংঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। এছাড়া জ্যাক ব্ল্যাক, উইল স্মিথ, রাসেল পিটারস, ম্যাক জাগার, নিক জোনাস, জো জোনাস এবং সোফি টার্নার সহ আন্তর্জাতিক তারকারাও এই কনসার্টের অংশ ছিলেন।

আরো পড়ুন :- সত্যজিৎ রায়ের শতবার্ষিকীতে প্রকাশ পেলো ফেলুদার টাইটেল সং

Highlights :

  • করোনায় অর্থসাহায্য করার জন্য অনলাইন কনসার্ট 
  • প্রায় ৫২ কোটি টাকা অর্থ সংগ্রহ করা হয়েছে এই কনসার্ট থেকে 
  • বলিউডের সাথে হলিউড তারকাও উপস্থিত ছিলেন এই কনসার্টে 

 # হলিউড  । # বলিউড । #ফেসবুক #  । # বিনোদন 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন