IDBI ব্যাংকের অধীনে গ্ৰ্যাজুয়েশন পাস যোগ্যতাতে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? ব্যাংকে চাকরি করতে আগ্রহী? তার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর। ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক অর্থাৎ IDBI ব্যাংকের পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সাধারণ গ্ৰ্যাজুয়েশন পাস যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সারা ভারতের যে কোনো রাজ্য থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। 

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

শূন্যপদের নাম:-

ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক অর্থাৎ IDBI ব্যাংকের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা IDBI ব্যাংকের শাখা গুলিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

IDBI ব্যাংকের অধীনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে। সেইসঙ্গে স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা:-

IDBI ব্যাংকের অধীনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১ লা মার্চ ২০২৫ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-

সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৬,১৪,০০০ টাকা থেকে ৬,৫০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.idbibank.in এ প্রবেশ করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সেইসঙ্গে নির্ধারিত আবেদন মূল্য ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/গুগল পে এর মাধ্যমে জমা দিয়ে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

নির্বাচন পদ্ধতি:-

এক্ষেত্রে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:-

আবেদন করার সময় আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০৫০ টাকা করে ও SC, ST ও PWBD ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা করে ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/গুগল পে এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:-

IDBI ব্যাংকের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১/০৩/২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১২/০৩/২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন