IIT হায়দ্রাবাদে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : সম্প্রতি হায়দ্রাবাদ আইআইটি এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় Multimedia Content Creator পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সারা ভারত বর্ষ থেকে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমরা এই প্রতিবেদনে হায়দ্রাবাদ আই টি এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত রকম তথ্য বিস্তারিতভাবে আলোচনা করেছি। যেটা এখানে আবেদনের সময় আপনাদের সাহায্য করতে চলেছে সমস্ত রকম ভাবে। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন তারপরেই আবেদন করবেন। তাহলে হয়তো আবেদন করতে গিয়ে আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক বিষয়টা একটু বিস্তারিতভাবে।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

নিয়োগকারী সংস্থা : Hydrabad IIT

পদের নাম (Post Name) :

IIT হায়দ্রাবাদের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে Multimedia Content Creator পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই MCC পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে 60% নম্বরের সঙ্গে মাল্টিমিডিয়া প্রোডাকশান, ফিল্ম স্টাডিস্, ভিজুয়াল আর্টস কিংবা সমতুল্য যে কোনো বিষয়ের সার্টিফিকেট অথবা ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর ব্যক্তিরা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

যে সমস্ত ব্যক্তিরা এখানে কাজে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে 40,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে শুধুমাত্র 1টি পদেই MCC নিয়োগ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি (Application Process) :

সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে যোগ্য চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন করতে পারবে। তার জন্য আবেদনকারীকে চলে যেতে হবে হায়দ্রাবাদ আইআইটি এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পর নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে আবেদনকারীকে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, ও তারপরে দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত করা হবে।

আবেদন শুরু 10.03.2025
আবেদনের শেষ তারিখ 01.04.2025

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন