Imran Khan | ভারতকে হারাতে ব্যাট হাতে ওপেন করুক সেনাপ্রধান মুনির-পিসিবি চেয়ারম্যান নকভি, কটাক্ষ ইমরানের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে ভারতের কাছে পরপর দু’বার দুরমুশ হয়েছে পাকিস্তান। ভারতের কাছে এই হার মেনে নিতে পারেনি গোটা পাকিস্তান। হারের লজ্জা ঢাকতে নানান বাহানা খাঁড়া করেছে পিসিবি। এহেন পরিস্থিতিতে পাক ক্রিকেটকে খোঁচা দিলেন সেদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ভারতের বিরুদ্ধে হারের লজ্জা এড়াতে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে সেনাপ্রধান আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে ক্রিজে নামার পরামর্শ দিয়েছেন ইমরান।

ভারতকে হারাতে হলে ব্যাট হাতে মাঠে নামুন সেনাপ্রধান আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। একমাত্র সেটা হলেই ভারতকে হারাতে পারবে পাকিস্তান। এমনই দাওয়াই দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। জেলবন্দি অবস্থায় ইমরান তাঁর বোন আলিমা খানের কাছে এমনই মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। সোমবার ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিমা। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলিমা জানান, “ইমরান বলছে, ভারতকে হারাতে গেলে একটাই পথ রয়েছে পাকিস্তানের সামনে। সেটা হল, মুনির আর নকভি একসঙ্গে ওপেন করুক। তবে সেটুকুই যথেষ্ট নয়। পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজি ফৈয়জ ইসা এবং প্রাক্তন নির্বাচন কমিশনার সিকন্দর সুলতান রাজাকে ওই ম্যাচের আম্পায়ার হতে হবে। ম্যাচের তৃতীয় আম্পায়ার হবেন ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগার।”

উল্লেখ্য, অতীতে ইমরান খান অভিযোগ করেছিলেন, পিসিবি প্রধান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি স্বজনপোষণ করে পাক ক্রিকেটকে ধ্বংস করেছেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন