Income Tax: মার্চ মাসের বেতনে টিডিএস কাটালে বিপদ? শিক্ষকদের জন্য ইনকাম ট্যাক্স সংক্রান্ত জরুরি নির্দেশিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Income Tax: রাজ্যের শিক্ষা মহলে সম্প্রতি ইনকাম ট্যাক্স বা টিডিএস (TDS) সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মূলত বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের (DI) দপ্তর থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এটি একটি নির্দিষ্ট জেলার প্রশাসনিক নির্দেশিকা, তবুও ইনকাম ট্যাক্স সংক্রান্ত বাৎসরিক জটিলতা এড়াতে রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের এই পদ্ধতি মেনে চলা সুবিধাজনক হতে পারে।

প্রতি বছর অর্থবর্ষের শেষে ট্যাক্সের হিসাব মেলাতে গিয়ে বা ফর্ম ১৬ (Form 16) জেনারেট করার সময় অনেককেই অনভিপ্রেত সমস্যায় পড়তে হয়। এই বিভ্রান্তি দূর করতেই ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আগেভাগে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কেন এই নতুন নির্দেশিকা?

শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন ও ট্যাক্স জমার হিসাবে স্বচ্ছতা বজায় রাখা একান্ত প্রয়োজন। অতীতে বহুবার দেখা গেছে, মার্চ মাসের বেতন থেকে টিডিএস (TDS) কাটানোর ফলে পরবর্তী অর্থবর্ষের শুরুতে বা রানিং অর্থবর্ষের শেষে হিসাবের বড়সড় গড়মিল দেখা দেয়। কখনও ১২ মাসের বদলে ১১ মাস, আবার কখনও ১৩ মাসের বেতনের ওপর ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যায়। এই প্রশাসনিক ও টেকনিক্যাল সমস্যা এড়াতে এবং ইনকাম ট্যাক্স ফাইলিং প্রক্রিয়াকে মসৃণ করতেই এই নির্দেশিকা।

টিডিএস (TDS) নিয়ে কী কী করণীয়?

২০২৫-২৬ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখা এবং মেনে চলা বাঞ্ছনীয়:

  • জানুয়ারি ও ফেব্রুয়ারির গুরুত্ব: চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) আপনার যা মোট ইনকাম ট্যাক্স প্রদেয়, তার পুরোটা বা অবশিষ্ট অংশ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতনের সাথেই মিটিয়ে ফেলতে হবে। অর্থাৎ, সারা বছরের ট্যাক্সের বোঝা শেষ মাসের জন্য ফেলে রাখা যাবে না।
  • মার্চ মাস হোক টিডিএস-মুক্ত: বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে যে, মার্চ মাসের বেতন থেকে যেন কোনোভাবেই টিডিএস না কাটা হয়। মার্চ মাসের বেতন থেকে ট্যাক্স কাটালে সেটি অনেক সময় সফটওয়্যারে বা বাৎসরিক হিসাবে জটিলতা সৃষ্টি করে। ২০২৫-২৬ অর্থবর্ষের বকেয়া বা আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের অগ্রিম—কোনোটিই মার্চ মাসে কাটানো উচিত নয়।
  • নতুন অর্থবর্ষের পরিকল্পনা: আগামী অর্থবর্ষ অর্থাৎ ২০২৬-২৭ সালের জন্য কর বা টিডিএস কাটানো শুরু করতে হবে একেবারে এপ্রিল ২০২৬-এর বেতন থেকে।

ট্যাক্স সংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি

এই নিয়মগুলি মেনে চললে বছরের শেষে ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে অহেতুক দুশ্চিন্তায় পড়তে হবে না। বিশেষ করে যারা মার্চ মাসে ট্যাক্স কাটিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে অনেক সময় সিস্টেমজনিত কারণে বা স্যালারি ডিসবার্সমেন্টের তারিখ অনুযায়ী মাসের হিসাবে গরমিল হয়। তাই জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত বকেয়া মিটিয়ে মার্চ মাসটিকে টিডিএস-মুক্ত রাখলে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় বা ডিআই অফিস থেকে ফর্ম ১৬ পাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি অনেক সহজ ও ত্রুটিমুক্ত হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন