উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘যদি ধ্বংস হওয়া রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গার দেখে জয় বলে মনে হয়, তাহলে পাকিস্তান সেটা উপভোগ করুক’, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্তব্যের পালটা দিলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট।
শুক্রবার রাষ্ট্রপুঞ্জে ভাষণের সময় শাহবাজ দাবি করেছিলেন, ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে ভারতের সঙ্গে চার দিনের সংঘাতে জয়ী হয়েছে পাকিস্তান। শনিবার তাঁর সেই মন্তব্যের জবাব দেয় ভারত। শাহবাজের মন্তব্যকে কটাক্ষ করে ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট বলেন, ‘ওই সময় পাকিস্তানের বহু বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। ক্ষয়ক্ষতির ছবি জনসমক্ষেই রয়েছে। যদি রানওয়ে ধ্বংস হয়ে যাওয়া পাক প্রধানমন্ত্রীর কাছে জয় বলে মনে হয়, তবে পাকিস্তান তা উপভোগ করুক।’
সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে বিঁধে পেটাল বলেছেন, ‘এটাই সেই পাকিস্তান, যারা পহেলগামের ঘটনার পর ২৫ এপ্রিল রাষ্ট্রপুঞ্জে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। এই দেশের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরোনো। ওদের কোনও লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে, সেকথা ভুলে গেলে চলবে না।’