Indian Air force -এ যোগ দিতে গেলে কিকি যোগ্যতা লাগে জানতে চান আর তারা বেতন কত পান ? জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , সমরেশ দাস : – Indian Air Force বা বায়ু সেনা নাম তা শুনলেই ভেতরটা কেমন গর্বে ভোরে ওঠে । আর যখন দেখা যাই যে মাথার ওপর থেকে সা সা করে মিগ , সুখোই উড়ে যাচ্ছে তখন মনে একটা ইচ্ছে সত্যি করে ইস্স আমি যদি একটা সুযোগ পেতাম তাহলে ঐভাবে উড়তাম ।

কিন্তু ওই ভাবে উড়তে গেলে নিজেকে সেই ভাবে তৈরী করতে হয় । ওই ভাবে রাখতে হয় নিজেকে , ওই পোশাক তা কেউ কিনতে পারে না সেটাকে অর্জন করতে হয় । ভারত মাকে সেবার মনোভাব রাখতে হয় । তবে কেউ যদি চাই আর চেষ্টা করে সেও পারবে ভারতীয় বায়ু সেনাতে যোগ দিতে ।

আরো পড়ুন :- এই বছরই 5G ইন্টারনেটের স্বাদ পেতে পারেন আপনি

বায়ুসেনায় মোট তিনটি কাজের জায়গা রয়েছে । যথা ফ্লাইং, টেকনিক্যাল ও গ্রাউন্ড ডিউটি । প্রতিটি শাখায় বহু পদ রয়েছে । যাঁরা উড়তে চান তাঁরা ফাইটার পাইলট, ট্রান্সপোর্ট পাইলট বা হেলিকপ্টার পাইলট হওয়ার আবেদন করতে পারেন । সেক্ষেত্রে স্নাতকের পরেই এনসিসি  স্পেশ্যাল এন্টি, সিডিসি, এএফক্যাট এই পরীক্ষাগুলি দেওয়া যায় ।

কেউ যদি টেকনিক্যালে বিভাগে যোগ দিতে চায় তাহলে তাকে মেকানিক্যাল বা ইলেকট্রনিক বিভাগ নিয়ে পড়াশুনা করতে হবে । ইউনিভার্সিটি এন্ট্রি স্কিম বলে একটি পরীক্ষা হয় । গ্রাউন্ড ডিউটির মধ্যে রয়েছে লজিস্টিকস, অ্যাডমিন, মেটিওরোলজি ইত্যাদি । উচ্চমাধ্যমিক স্তরে অবশ্যই বিজ্ঞান শাখায় পড়তে হবে বায়ুসেনায় যোগ দিতে গেলে । এনডিএ তে ট্রেনিং নিয়ে সরাসরি বায়ুসেনায় যোগ দেওয়া যায় ।

আরো পড়ুন :- প্রতিরক্ষা খাতে এই বছর ভারত অনেক নতুন হাতিয়ার পেতে চলেছে

এবারে আসা যাক আর বেতন সম্পর্কে । ট্রেনিং চলাকালেই, শেষ বছরে বায়ুসেনায় পাওয়া যায় ২১ হাজার টাকা। ফ্লাইং, টেকনিক্যাল এবং গ্রাউন্ড-এই তিন শাখায় বেতন যথাক্রমে প্রায় ৭৪ হাজার, ৬৫ হাজার, ৬৩ হাজার টাকা ।

Highlights

  • Indian Air Force বা বায়ু সেনা নাম তা শুনলেই ভেতরটা কেমন গর্বে ভোরে ওঠে
  • বায়ুসেনায় মোট তিনটি কাজের জায়গা রয়েছে। যথা ফ্লাইং, টেকনিক্যাল ও গ্রাউন্ড ডিউটি।
  • উচ্চমাধ্যমিক স্তরে অবশ্যই বিজ্ঞান শাখায় পড়তে হবে বায়ুসেনায় যোগ দিতে গেলে ।

#Jobs            #Indian Air Force

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন